ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

আকরামকে পাশে চায় পিসিবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
আকরামকে পাশে চায় পিসিবি ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী বছরের ফেব্রুয়ারিতে কাতারে অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। টি-টোয়েন্টি টুর্নামেন্টের আকর্ষণ বাড়াতে ওয়াসিম আকরামকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।



ওয়াসিম আকরাম ছাড়াও সাবেক তারকা রমিজ রাজাকেও এ পদে অন্তর্ভুক্ত করতে আগ্রহী পিসিবি। পিসিবি’র এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে পিটিআই প্রকাশ করে, পাকিস্তানের সাবেক এ দুই অধিনায়ক পিএসএল কে আরো আকর্ষণীয় করতে পারবেন। তাই দুজনকেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে এক প্রকার দৃঢ়প্রতিজ্ঞ পিসিবি।

আকরাম ও রাজা দুজনই এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটের ধারাভাষ্য কাজে তারা প্রতিজ্ঞাবদ্ধ। তাই পিএসএল চলাকালীন তাদের সিডিউলের ওপেই সবকিছু নির্ভর করছে।

উক্ত সূত্রমতে, পাকিস্তানের দুই সাবেক তারকা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলে অন্যান্য দেশের তারকা ক্রিকেটাররা সহ স্পন্সর, ব্রডকাস্টার এ টুর্নামেন্টের ব্যাপারে আরো আগ্রহী হবে। এতে করে বিশ্বব্যাপী পিএসএল‘র জনপ্রিয়তাও বেড়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।