ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

টোবাকো, অ্যালকোহলে সাবধানী শচীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
টোবাকো, অ্যালকোহলে সাবধানী শচীন শচীন টেন্ডুলকার

ঢাকা: শচীন টেন্ডুলকার। তরুণ ক্রিকেটারদের জন্য এক অনুপ্রেরণার নাম।

ভারতীয় ক্রিকেট ঈশ্বর, মাস্টার ব্লাস্টার, লিটল মাস্টার কত নামেই না তাকে ডাকা হয়। এবার নেশার জগৎ থেকে বিরত থাকতে তরুণ সমাজকে অনুপ্রাণীত করেছেন এ ক্রিকেট লিজেন্ড।

টোবাকো  ও অ্যালকোহল থেকে দূরে থাকতে সবাইকে উদ্বুদ্ধ করেন শচীন। তার মতে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেও কখনোই তিনি টোবাকো ও অ্যালকোহলের প্রচারণার চেষ্টা করেননি।

এক সাক্ষাৎকারে শচীন বলেন, ‘আমার বাবা বলেছিলেন, কখনোই যেন টোবাকো ও অ্যালকোহলের প্রচারনায় না যাই। তাই এ দুটি জিনিস থেকে সব সময়ই দূরে থাকি। ’

তরুণদের উদ্দেশ্যে নিজের ক্রিকেট ক্যারিয়ারের অভিজ্ঞতাও শেয়ার করেন শচীন। উদীয়মান ক্রিকেটারদের প্রতি তার উপদেশ, ‘লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত হাল ছাড়া যাবে না। আমি যখন ক্রিকেটে প্রবেশ করি তখন অনেক চ্যালেঞ্জ অতিক্রম করতে হয়েছে। তাই নতুনদেরও এর জন্য প্রস্তুত থাকতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।