ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

শেষ ওভারে বাংলাদেশের পরাজয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
শেষ ওভারে বাংলাদেশের পরাজয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: প্রতিবন্ধী ক্রিকেটে বাংলাদেশকে তিন উইকেটে হারিয়েছে আফগানিস্তান। শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের এটি দ্বিতীয় পরাজয়।



টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে ১৪ রানে হারায় বাংলাদেশ। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বৃষ্টি আইনে ২০ রানে হার মানে স্বাগতিকরা।

বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে ‍আফগানদের ১২০ রানের লক্ষ্য বেধে দেয় বাংলাদেশ।

জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পাঁচ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান। ওপেনার মোহাম্মদ উল্লাহ সর্বোচ্চ ৩২ রানের ইনিংসে উপহার দেন। আশরাফ ১৩, ওবাইদুল্লাহ ১৬ ও তোফায়েল ১১ রান করেন। ব্যক্তিগত ১৯ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন সঙ্গর।

বাংলাদেশের হয়ে ধ্রুপম দুটি উইকেট লাভ করেন। অালম খান, আমিন উদ্দিন, নাসিম ও সানাউল্লাহ একটি করে উইকেট নেন।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শাহারিয়ার শামীমের (৫৬) অপরাজিত অর্ধশতকে ভর করে ছয় উইকেটে ১১৯ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। আমিন উদ্দিন ২৬ ও অপূর্ব কুমারের ব্যাট থেকে আসে ১৯ রান।

আফগানদের হয়ে আব্দুল্লাহ ও মোহাম্মদ উল্লাহ দুটি করে উইকেট নেন। তোফায়েল ও শেরিন একটি করে উইকেট লাভ করেন।

দিনের অপর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ৪৩ রানের বড় ব্যবধানে হারায় পাকিস্তান। প্রথমে ব্যাট করে তারা ছয় উইকেটে ১৭৪ রানের বিশাল স্কোর দাঁড় করায়। ওপেনার হানাইন আলম ৩৯, রেহান গনি ৩৪, ধানিশ ২৬ ও নেহার ‍আলম ২০ রান করেন।

ভারতের হয়ে দুটি করে উইকেট নেন বাল্জিন্দার ও দিনেশ কুমার।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ওভার শেষে ১৩১ রানে অলআউট হয় ভারত। টপ অর্ডারের তিন ব্যাটসম্যান ইয়াশ নেগি ২৬, ক্রুনাল ২০ ও আনসুল ২৪ রান করেন।

পাকিস্তানেন হয়ে একাই চার উইকেট দখল করেন ফায়েজ আহমেদ। নিহার ও রাও জাবেদ দুটি করে উইকেট লাভ করেন। আব্দুল্লাহ ইজাজ ও উমাইজ একটি করে উইকেট নেন।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।