ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

নিজেকে রক্ষা করতেই বল ধরেছেন স্টোকস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
নিজেকে রক্ষা করতেই বল ধরেছেন স্টোকস ছবি : সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ‘অবসট্রাকটিং দ্যা ফিল্ড’ আউট হয়েছেন ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস। মিচেল স্টার্কের করা থ্রোতে হাত লাগালে তিন আম্পায়ারের সিদ্ধানে আউট হন তিনি।

তবে নিজেকে রক্ষা করতেই এমনটি করেছেন বলে জানিয়েছেন স্টোকস।

স্টোকসের এই আউটটি নিয়ে পুরো ক্রিকেট বিশ্বে এখন আলোচনা চলছে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে আউটটি ছিল বিতর্কিত। লর্ডসে অনুষ্ঠিত সে ম্যাচে ইংলিশরা হেরে পাঁচ ম্যাচ সিরিজে ২-০তে পিছিয়ে আছে।

ক্রিকেটের ধারা ৩৭ নম্বরে এই আউটি সম্পর্কে বলা আছে। ফিল্ডারদের করা থ্রোতে যদি কোন ব্যাটসম্যান কথা বা আচরণের দ্বারা বল আটকাতে চায় তাহলে সেটি আউট বলে বিবেচিত হবে।

এ ব্যাপারে স্টোকস বলেন, ‘একজন ফিল্ডার আমার থেকে পাঁচ ফুট দুরত্বে দাঁড়িয়ে আছে। আর এটা ছিল সম্পূর্ণ বিপরীত মূখী। সে যখন বল থ্রো করে তখন আমি নিজেকে রক্ষা করতেই হাত বাড়িয়ে দিয়েছি। এখানে আমি ইচ্ছে করে কিছুই করিনি। তবে সিদ্ধান্তে আমাকে আউট দেওয়া হয়েছে। এখানে আমার কিছুই করার নেই তবে আমি আবারও বলবো ইচ্ছা করে কিছুই হয়নি। ’

এদিকে এ ঘটনার সমালোচনা করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন, অ্যালেক স্টুয়ার্ট ও পল কলিংউড।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৫
এমএমএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।