ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ফিরেছেন টাইগার কোচ হাথুরুসিংহে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
ফিরেছেন টাইগার কোচ হাথুরুসিংহে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: প্রায় এক মাসের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন জাতীয় ক্রিকেট দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সোমবার (০৭ সেপ্টেম্বর) মিরপুরে সাকিব-মুশফিকদের অনুশীলনও করিয়েছেন তিনি।

এর আগেই অবশ্য তিনি জানিয়ে দিয়েছেন বাংলাদেশের কোচের দায়িত্ব ছেড়ে যাওয়ার কোনো পরিকল্পনা তার নেই।
 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, ‘খবরটা পুরোপুরি গুজব। শ্রীলঙ্কার কোচ হওয়ার প্রশ্নই ওঠে না। তিনি বাংলাদেশের সঙ্গেই আছেন। তিনি এখানে পুরোপুরি খুশি। তাকে নিয়ে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। ’

প্রসঙ্গত, শ্রীলঙ্কার কোচের পদ থেকে মারভান আতাপাতু সরে দাঁড়ানোয় শূন্যস্থান পূরণ করতে বাংলাদেশ দলের কোচ হাথুরুসিংহেকে প্রথম পছন্দ হিসেবে রাখে লংকান ক্রিকেট বোর্ড। কিন্তু বাংলাদেশ ছেড়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই হাথুরুসিংহের।

উল্লেখ্য, হাথুরুসিংহের অধীনে অভূতপূর্ব সাফল্য পেয়েছে বাংলাদেশ দল। তিনি কোচ হয়ে আসার পর থেকেই উর্ধ্বমূখী বাংলাদেশের সাফল্যের গ্রাফ। ইচ্ছেমতো খেলার স্বাধীনতা দেওয়ায় ক্রিকেটারদের কাছেও পছন্দের কোচ হয়ে উঠেছেন হাথুরুসিংহে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।