ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

শাহাদাত কান্ডে হতাশ বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
শাহাদাত কান্ডে হতাশ বিসিবি

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন পড়েছিলেন গুরুতর ইনজুরিতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) খরচে অস্ট্রেলিয়ায় হয়েছে চিকিৎসা।

পুর্নবাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছিল মাঠে ফেরার সংগ্রাম। ক্রিকেট ক্যারিয়ারের বাজে সময়ে মানবিক থাকার কথা কিন্ত শাহাদাত হয়ে উঠলেন হিংস্র।
 
১১ বছরের শিশু গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে নির্যাতনের অভিযোগ জাতীয় দলের এই ক্রিকেটারের বিরুদ্ধে। আর তাতে হতাশ ও  বিব্রত বিসিবি। সোমবার (০৭ সেপ্টেম্বর) শাহাদাত ইস্যুতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবির প্রধাণ নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী।
 
তিনি বলেন, সবার মধ্যে এই বোধটা থাকা উচিত যে, দেশের মানুষের কাছে তাদের (ক্রিকেটারদের) জায়গাটি কোথায়। ক্রিকেটারদের কাছে এটাই আমাদের কাম্য। ব্যক্তিগত বা সমাজ জীবনে কোনোরকম অনাকাঙ্খিত পরিস্থিতিতে তারা যেন না জড়ায়। কারণ সে দেশকে প্রতিনিধিত্ব করেছে। জাতীয় ক্রিকেটার হিসেবে সেই দায়িত্বটার কথা মনে রাখা উচিত। শাহাদাত যেমন জাতীয় ক্রিকেটার, সাকিব-মাশরাফিরাও তেমনি একই জায়গায় খেলে। কাজেই এটা সবারই ভাবমূর্তির ব্যাপার। ’
 
রোববার (০৬ সেপ্টেম্বর) বিকেলে ‘কাজের মেয়ে হারিয়েছে’ দাবি করে মিরপুর থানায় জিডি করেন ক্রিকেটার শাহাদাত হোসেন। এরপর মেয়েটিকে আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় কালশী থেকে রাত ৮টায় উদ্ধার করে পল্লবী থানা পুলিশ।

পরে থানায় ক্রিকেটার শাহদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করে শিশু গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপি। পুলিশও অভিযোগ আমলে নিয়ে অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করেছে। তবে শাহাদাত হোসেন ও তার স্ত্রী বাসা ত্যাগ করে পালিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনা বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বিশ্বের বেশ কয়েকটি মিডিয়া।
 
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।