ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

উদ্বোধন হলো প্রথম ক্রীড়া পোশাক স্টুডিও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
উদ্বোধন হলো প্রথম ক্রীড়া পোশাক স্টুডিও ছবি: সংগৃহীত

ঢাকা: শুরু হলো ‘লিংকন’স কিটের’ যাত্রা। বাংলাদেশের প্রথম ক্রীড়া পোশাক স্টুডিও প্রতিষ্ঠান হিসেবে বুধবার (০৯ সেপ্টেম্বর) এটি উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক অাতহার আলী খান ও হাবিবুল বাশার।

জার্সি ডিজাইনার ও পোশাক রপ্তানিকারী সেজান লিংকন এবং ক্রীড়া পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান থ্রিএসএল সাব্লিমেশন স্টুডিও’র উদ্যোগে লিংকন কিটের স্টুডিওটি উদ্বোধন করা হয়। জাতীয় ক্রিকেট দলের জার্সি ডিজাইনার হিসেবে লিংকনের পরিচিতি রয়েছে। তার ডিজাইন করা জার্সি পরেই বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেয় টাইগাররা।

এ প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য থাকবে ডিজাইন এবং উৎপাদন মান বজায় রেখে বিশ্বমানের জার্সি তৈরি করা। ক্রীড়া পোশাক স্টুডিওটি আধুনিক প্রডাকশন মেশিন ও দক্ষ কর্মীদের দ্বারা পরিচালিত হবে।

বাংলাদেশে এর আগে ক্রীড়া পোশাক নিয়ে এ ধরনের কোনো প্রতিষ্ঠানের যাত্রা হয়নি। লোকাল এবং আন্তর্জাতিক মার্কেটে এখান থেকে জার্সি সরবরাহ করা হবে। গাজিপুরের শিমুলতলীতে অবস্থিত বিআইডিসি বাজারে এটি অবস্থিত।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
আরএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।