ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়া ক্লাব ডলফিনে পিটারসেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
প্রোটিয়া ক্লাব ডলফিনে পিটারসেন ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিন আফ্রিকার ক্লাব সানফোয়েল ডলফিনের সঙ্গে চুক্তি করলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেন। রাম স্লাম টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ডলফিনের হয়ে খেলবেন এ ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান।

দলটির কোচ হিসেবে আছেন প্রোটিয়া সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার।

ডলফিনের এক প্রেস বিজ্ঞপ্তিতে পিটারসেনের চুক্তির ব্যাপারে নিশ্চিত করা হয়। ২০১৩-১৪ অ্যাশেজের পর পিটারসেন ইংলিশদের হয়ে আর খেলেন নি।

পিটারসেন এর আগে চলতী বছরের জুন-জুলাইয়ে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে খেলেন। টি-২০ ফরম্যাটের সেই টুর্নামেন্টে সেন্ট লুসিয়া জোকসের হয়ে তিনি ১০ ম্যাচে ২৯৫ রান করেছিলেন।

২০১৩-১৪ অস্ট্রেলিয়া সফরে অ্যাশেজে ইংল্যান্ড হোয়াইটওয়াশ হওয়ার পর দল থেকে বহিষ্কৃত হন পিটারসেন। এরপর বর্তমান বোর্ড পরিচালক অ্যান্ড্রু স্ট্রস পিটারসেনের দলে ফেরার ব্যাপারটি নাকোচ করে দেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।