ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়ন ইয়র্কশায়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়ন ইয়র্কশায়ার ছবি: সংগৃহীত

ঢাকা: অারো একবার চ্যাম্পিয়নের মুকুট পড়লো ইয়র্কশায়ার। লর্ডসে মিডলসেক্সকে ১০৬ রানে অলআউট করে শিরোপার স্বাদ পায় দলটি।

ইয়র্কশায়ারের ফাস্ট বোলার রায়ান সাইটবটমের এক ওভারে তিন উইকেটই মূলত দলটিকে জয়ের বন্দরে নিয়ে যায়।

চারদিনের এই টুর্নামেন্টে ইয়র্কশায়ার এ নিয়ে রেকর্ড ৩৩ বার চ্যাম্পিয়ন হয়েছে (একবার যৌথভাবে)। এ আসরে দ্বিতীয় স্থানে থাকা মিডলসেক্সের শিরোপা জিততে হলে ব্যাটিংয়ে আরো পাঁচ পয়েন্ট দরকার ছিল। তবে প্রথম ইনিংসে ১০৬ রান অলআউট হওয়ায় দ্বিতীয় অবস্থানে থেকে তাদের শেষ করতে হয়।

ইয়র্কশায়ারের এ দলে বর্তমান ইংলিশ তারকা ক্রিকেটার জো রুট, অ্যাডাম লিথ, গ্যারি ব্যালেন্স ও আদিল রশিদ খেলেছেন। এছাড়া অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যারন ফিঞ্চও এই দলের সদস্য। তবে সবাইকে ছাপিয়ে এদিন প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে ৭০০ উইকেট দখল করেন সাইটবটম। এই মৌসুমে তিনি ৩৯টি উইকেটও নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।