ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

সেরা একাদশে বাংলাদেশের ৫ জন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
সেরা একাদশে বাংলাদেশের ৫ জন

ঢাকা: সাম্প্রতিক সময়ে এশিয়ার শীর্ষ ক্রিকেটারদের নিয়ে একটি দল ঘোষণা করেছে জনপ্রিয় সংবাদমাধ্যম ‘স্পোর্টসকিদা’। সেখানে বাংলাদেশ থেকে জায়গা করে নিয়েছেন সর্বাধিক পাঁচজন।

এ দলটিতে দু’জনের বেশি করে জায়গা হয়নি ভারত, পাকিস্তান আর শ্রীলঙ্কার বড় বড় ক্রিকেট তারকাদের।

ভারত, পাকিস্তান আর শ্রীলঙ্কা থেকে দুই জন করে দলে জায়গা পেয়েছেন। টিম ইন্ডিয়ার মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, সুরেশ রায়না, রোহিত শর্মাদের সঙ্গে এই দলে ঠাঁই হয়নি পাকিস্তানের তাকরাদের। এছাড়া লঙ্কান বর্তমান দল থেকেও অনেক তারকার সুযোগ হয়নি এশিয়ার বর্তমান সেরা দলটিতে।

সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এনে সংবাদমাধ্যমটি তাদের ঘোষিত দলের সম্ভাব্য অধিনায়ক হিসেবে রেখেছেন শ্রীলঙ্কার বর্তমান ওয়ানডে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজকে।

লঙ্কান ওপেনার দিলশানের সঙ্গে ব্যাটিং উদ্বোধনে রয়েছেন টাইগারদের ওপেনার সৌম্য সরকার। ওয়ানডাউনে রয়েছেন পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক আজহার আলি। এরপরেই ব্যাটিং অর্ডারে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম।

মুশফিকের পর রয়েছেন শ্রীলঙ্কার ম্যাথুজ, ভারতের রবিচন্দ্রন অশ্বিন, পাকিস্তানের ওয়াহাব রিয়াজ, ভারতের মোহাম্মদ শামি আর টাইগারদের বোলিং চমক মুস্তাফিজুর রহমান।

স্পোর্টসকিদার এশিয়া একাদশঃ তিলাকারাত্নে দিলশান, সৌম্য সরকার, আজহার আলি, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, অ্যাঞ্জেলো ম্যাথুজ (সম্ভাব্য অধিনায়ক), রবিচন্দ্রন অশ্বিন, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ শামি ও মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।