ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়ার্নের চোখে ইংলিশ-অজিদের সেরা একাদশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
ওয়ার্নের চোখে ইংলিশ-অজিদের সেরা একাদশ

ঢাকা: কিছুদিন আগেই গত ২৫ বছরে অস্ট্রেলিয়ার সেরা ওয়ানডে ও টেস্ট একাদশ নির্বাচন করেছিলেন ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি শেন ওয়ার্ন। নিজ দেশের বাইরে এবারে গত ২৫ বছরে ইংল্যান্ডের সেরা টেস্ট একাদশও নির্বাচন করলেন তিনি।



১৯৯০ সালের পর থেকে ইংলিশদের সেরা টেস্ট দল নির্বাচন করতে গিয়ে অজিদের ইতিহাসের সেরা স্পিনার শেন ওয়ার্ন ইংল্যান্ডের নেতৃত্ব ভার দিয়েছেন মাইকেল ভনের কাঁধে।

ওয়ার্নের নির্বাচিত একাদশে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে জায়গা পেয়েছেন অ্যালেক স্টুয়ার্ট। তবে তার এই একাদশে জায়গা হয়নি ইংলিশ কিংবদন্তি ইয়ান বোথামের। যিনি ১৯৯২ সালেও খেলেছেন।

বোথামকে সেরা একাদশে না রাখার কারণ ব্যাখ্যা দিতে গিয়ে ওয়ার্ন বলেন, আমি দুর্ভাগ্যবশত বোথামের বিপক্ষে কোনো টেস্ট খেলিনি। অন্যথায় তিনি অবশ্যই আমার নির্বাচিত একাদশে থাকতেন। আমার কাছে বোথামকে টেস্টে সর্বকালের সেরা অলরাউন্ডার মনে হয়।

ওয়ার্নের চোখে গত ২৫ বছরে ইংল্যান্ডের সেরা টেস্ট একাদশঃ

গ্রাহাম গুচ, মার্কাস ট্রেসকোথিক, মাইকেল ভন (অধিনায়ক), কেভিন পিটারসেন, মাইক গ্যাটিং, অ্যালেক স্টুয়ার্ট (উইকেটরক্ষক), অ্যান্ড্রু ফ্লিনটফ, স্টুয়ার্ট ব্রড, গ্রায়েম সোয়ান, ড্যারেন গফ ও জেমস অ্যান্ডারসন।

১৯৯০ সালের পর থেকে ওয়ার্নের চোখে অস্ট্রেলিয়ার ওয়ানডের সেরা একাদশঃ

মার্ক ওয়াহ, অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং, মাইকেল হাসি, অ্যালান বোর্ডার (অধিনায়ক), মাইকেল বেভান, অ্যান্ড্রু সাইমন্ডস, মিচেল জনসন, শেন ওয়ার্ন, ব্রেট লি ও গ্লেন ম্যাকগ্রা।

১৯৯০ সালের পর থেকে ওয়ার্নের চোখে অস্ট্রেলিয়ার সেরা টেস্ট একাদশঃ

ম্যাথু হেইডেন, মাইকেল স্ল্যাটার, রিকি পন্টিং, মার্ক ওয়াহ, মাইকেল ক্লার্ক, অ্যালেন বর্ডার (অধিনায়ক), অ্যাডাম গিলক্রিস্ট, মিচেল জনসন, শেন ওয়ার্ন, রায়ান হ্যারিস ও গ্লেন ম্যাকগ্রা।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।