ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশে কাজ করেই সুখী হাথুরুসিংহে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
বাংলাদেশে কাজ করেই সুখী হাথুরুসিংহে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: শ্রীলঙ্কার হেড কোচের পদ থেকে মারভান আতাপাত্তু সরে দাঁড়ানোয় বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে লঙ্কান ক্রিকেট বোর্ড প্রস্তাব দিয়েছে এমন কথা উঠেছিল কয়েকদিন আগে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে অবশ্য তখনই জানানো হয়েছিল, এটি স্রেফ গুজব।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে হাথুরুসিংহে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন।

সংবাদ মাধ্যমকে টাইগার কোচ জানান, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আমি পাইনি। আমি বাংলাদেশে কাজ করেই খুশি। শুধু ক্রিকেটার, কোচিং স্টাফই নয়; বিসিবিও আমাকে সহযোগিতা করেছে। আমার অধীনে বাংলাদেশ দলও সাফল্য পাচ্ছে। এটা অভূতপূর্ব ব্যাপার। তারপরও আমি মনে করি, নিজ দেশের হয়ে কোচিং করানোটা গৌরবের। তবে সেটা সঠিক বা উপযুক্ত সময়ে হতে হবে। আমি বাংলাদেশেই ভালো আছি। ’

উল্লেখ্য, হাথুরুসিংহে কোচ হয়ে আসার পর থেকেই উর্ধ্বমূখী বাংলাদেশের সাফল্যের গ্রাফ। খেলার সময় স্বাধীনতা দেওয়ায় ক্রিকেটারদের কাছেও পছন্দের কোচ হয়ে উঠেছেন হাথুরুসিংহে।

অস্ট্রেলিয়ার একটি ক্লাবে দায়িত্ব পালনকালে হাথুরুকে বাংলাদেশের হেড কোচের দায়িত্ব দেয় বিসিবি। অস্ট্রেলিয়া বিশ্বকাপে তার অভিজ্ঞতা কাজে লাগাতেই মূলত নিয়োগ দেওয়া হয় তাকে। হাথুরুসিংহের অধীনে বাংলাদেশ দলের একের পর এক সাফল্যের কারণে দীর্ঘমেয়াদে তাকে বাংলাদেশে রেখে দেওয়ার চিন্তা-ভাবনা করছে বিসিবি।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।