ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ইনজুরিতে ছিটকে পড়লেন উকস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
ইনজুরিতে ছিটকে পড়লেন উকস ছবি : সংগৃহীত

ঢাকা: ঊরুর ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজের শেষ দু’টি ম্যাচে খেলতে পারবেন না ইংলিশ পেসার ক্রিস উকস। তিন ম্যাচ শেষে ২-১ এ এগিয়ে অজিরা।



তবে আশা করা হচ্ছে, সংযুক্ত অারব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগেই দলে ফিরবেন উকস। ‍অক্টোবর-নভেম্বরে দু’দলের মধ্যকার তিনটি টেস্ট, চারটি ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি ‍সিরিজ অনুষ্ঠিত হবে।

অজিদের বিপক্ষে প্রথম তিন ওয়ানডেতেই ইংল্যান্ড দলে ছিলেন উকস। যদিও কোনো উইকেটের দেখা পাননি। টুইটারে এক বিবৃতির মাধ্যমে উকসের ইনজুরির বিষয়টি নিশ্চিত করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) লিডসে দু’দলের মধ্যকার চতুর্থ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সিরিজ বাঁচাতে এ ম্যাচেও ইংলিশদের জয়ের বিকল্প নেই। এর আগে প্রথম দুই ম্যাচে জয় পায় অজিরা। তবে, ম্যানচেস্টার অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে ৯৩ রানের বিশাল জয়ে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০,২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।