ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

‘দেশের ভাবমূর্তি নষ্ট করেছে শাহাদাত’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
‘দেশের ভাবমূর্তি নষ্ট করেছে শাহাদাত’ ছবি : সংগৃহীত

ঢাকা: ১১ বছরের শিশু গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে নির্যাতনের অভিযোগ জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনের বিরুদ্ধে। খন্দকার মোজাম্মেল হক নামে স্থানীয় এক সাংবাদিক বাদী হয়ে মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দু’জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এ মামলার অপর আসামি শাহাদাতের স্ত্রী নিত্য শাহাদাত।

স্ত্রীসহ পলাতক আছেন শাহাদাত। তাকে খুঁজছে পুলিশ। শুধু দেশের মিডিয়াই নয়, বিদেশি বেশ কিছু মিডিয়াতেও এসেছে শাহাদাতের ঘটনাটি। শাহাদাতের এমন কাণ্ডে বিব্রত এখন পুরো দেশ।

শিশু গৃহকর্মীর ওপর নির্যাতনের কথা শুনে বিস্মিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান এসকে সোহেল। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিনি সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়া জানান। ‘ক্রিকেটাররা সমাজের-দেশের আইডল। তাদের দেখে মানুষ শিখবে। শাহাদাতের এমন কান্ডে বিসিবি তথা পুরো দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। ’
 
শাহাদাত-ইস্যুতে বিসিবির অবস্থান কী-এমন প্রশ্নের জবাবে এসকে সোহেল জানান, ‘এখানে বিসিবির কিছু করার নেই। বিসিবি তো এই বিষয়টার সঙ্গে জড়িত নয়। এটা সিভিলিয়ান একটা ব্যাপার। আইন আছে, তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। ’
 
সামনে জাতীয় ক্রিকেট লিগ। এবারের লিগে শাহাদাত খেলতে পারবে কী না-এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমার মনে হয় অবশ্যই খেলতে পারবে। কারণ, তার তো ক্রিকেট বা খেলার ক্ষেত্রে এমন কোনো আচরণ হয়নি। এটা আলাদা এবং তার ব্যক্তিগত ব্যাপার। এটার সাথে ক্রিকেটের কোনো সংশ্লিষ্টতা নেই। ’
 
জাতীয় লিগে শাহাদাত খেলতে আসলো তখন পুলিশ তাকে ধরে নিয়ে গেল। তখন কি হবে-এমন প্রশ্নে ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান জানান, ‘এখনো তো তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়নি। ওয়ারেন্ট হওয়ার পর তখন দেখা যাবে। যদি ওয়ারেন্ট হয় তখন বোর্ড আছে, ডিসিপ্লিন আছে, কিছু একটা করা যাবে। ’

এদিকে গতকালের মতো আজও (বৃহস্পতিবার) বিসিবিতে এসেছিলেন ক্রিকেটার শাহাদাত হোসেনের বাবা-মা। বিসিবির কয়েকজন কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন তারা। শাহাদাতের বাবা-মা সাংবাদিকদের জানান, ‘শাহাদাত এমন ছেলে না। তার ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। ’

শাহাদাতের বাবা-মায়ের ভাষ্য মতে, তারা এখনো জানেন না শাহাদাত ও তার স্ত্রী কোথায় আছেন। তবে শাহাদাতের একমাত্র সন্তানকে তাদের কাছে রেখে গেছেন বলে জানান তারা।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।