ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

কোটলা থেকে ম্যাচ ভেন্যু পালামে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
কোটলা থেকে ম্যাচ ভেন্যু পালামে ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের ফিরোজ শাহ কোটলা থেকে সরিয়ে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার আসন্ন সিরিজের একটি প্রস্তুতি ম্যাচ। দিল্লি এবং ডিস্ট্রিক্ট ক্রিকেট এসোসিয়েশনের (ডিডিসিএ) আভ্যন্তরীণ অন্তর্দ্বন্দ্বে আর মাঠের যোগ্যতা নিয়ে সন্দিহান থাকায় টি-টোয়েন্টির প্রস্ততি ম্যাচটি কোটলা থেকে সরিয়ে নেওয়া হয়।



ফলে, প্রোটিয়াদের ভারত সফরের প্রথম প্রস্তুতি ম্যাচটি হবে ২৯ সেপ্টেম্বর পালামে।

ডিডিসিএ থেকে জানানো হয় দক্ষিণ আফ্রিকার প্রস্তুতি ম্যাচ কোটলায় করা সম্ভব হবেনা। অন্তর্দ্বন্দ্বের বিষয়টি এড়িয়ে ডিডিসিএ’র ভাইস-প্রেসিডেন্ট চেতন চৌহান বলেন, কোটলার উইকেট নিয়ে আমরা এখনও দ্বিধাগ্রস্ত। যেহেতু আন্তর্জাতিক দুটি সেরা দল খেলবে, সেহেতু আমরা উইকেট নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইনা। এখানকার উইকেট এখনও পরীক্ষা করে দেখা হয়নি।

তবে, দুই দলের মধ্যকার সিরিজের চতুর্থ টেস্ট আয়োজনে কোনও সমস্যা নেই বলে জানিয়েছেন ভারতের সাবেক এ ওপেনার। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে আন্তর্জাতিক সব ম্যাচের জন্য স্টেডিয়ামটি পুরোপুরি তৈরি থাকবে বলে জানান তিনি। চতুর্থ বা শেষ টেস্টটি ০৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

কোটলার স্টেডিয়াম খেলার অনুপযোগী হওয়ায় এর আগে ২০০৯ সালে ভারত-শ্রীলঙ্কার একটি ওয়ানডে ম্যাচ সাময়ীক বরখাস্ত করা হয়। সে ম্যাচে অতিথি হয়ে খেলতে নামা লঙ্কানরা ২৩.৩ ওভার ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে ৮৩ রান তোলে। পরে, মাঠের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন লঙ্কান দলপতি কুমার সাঙ্গাকারা। সেখানেই ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে আলোচনা করে ম্যাচ অফিসিয়ালদের হস্তক্ষেপে ম্যাচটি সাময়ীকভাবে বরখাস্ত করা হয়েছিল।

দক্ষিণ আফ্রিকা ভারত সফরে গিয়ে তিনটি টি-টোয়েন্টি, চারটি টেস্ট আর পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।