ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

টেস্ট স্কোয়াডে ফিরতে মরিয়া রুবেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
টেস্ট স্কোয়াডে ফিরতে মরিয়া রুবেল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: সূচি অনুযায়ী ভারত ‘এ’ দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ও একটি তিন দিনের টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। পরে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন কর্নাটকের বিপক্ষে আরো একটি তিন দিনের ম্যাচে লড়বে টাইগাররা।

আর টাইগারদের এই দলে ফাস্ট বোলিংয়ে মূল দায়িত্বে থাকবেন রুবেল হোসেন।

ভারতে ভালো খেলে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে থাকতে চান রুবেল। তাই এই সফরটিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন তিনি।

রুবেল বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে এই দল থেকে যারা খেলবে তাদের জন্য এটি একটি বিশাল সুযোগ নিজেকে প্রমাণ করার। এই সিরিজের ইতিবাচক দিকগুলো আমাদের আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলবে। ’

তরুণ বোলার মুস্তাফিজুর রহমানের বাংলাদেশ দলে অভিষেকের পর অন্য বোলারদের জায়গা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আর জাতীয় দল ভালো খেলায় নির্বাচকরা টিম কম্বিনেশনও বদলাতে চাচ্ছেন না। এর আগে দক্ষিন আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে খেলা থেকে বঞ্চিত হয়েছিলেন রুবেল।

ডানহাতি এ বোলার অরো বলেন, ‘আমি দ.আফ্রিকার বিপক্ষে মাঠে নামার সুযোগ পাইনি। তবে ভারতে যদি অমি ভালো পারর্ফম করতে পারি তবে টেস্ট দলে আবারো সুযোগ পেতে পারি। আসলে দলের ভিতর এখন প্রচুর প্রতিযোগিতা হচ্ছে। ’

অন্যদিকে ভারত ‘এ’ দল সম্পর্কে রুবেল বলেন, ‘ভারত ‘এ’ দল অনেক শক্তিশালী তবে আমাদের লক্ষ্য শুধু জয়। আমি মনেকরি এটা আমাদের জন্য ভালো একটি সিরিজ হবে। ’

টাইগারদের মূল দলের হয়ে রুবেল এখন পর্যন্ত ২৩টি টেস্ট খেলেছেন। যেখানে ৩২টি উইকেট নিয়েছেন তিনি। তবে প্রত্যেকটি উইকেটের বিনিময়ে তিনি ৭৫ রানের ওপর দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।