ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

পরিদর্শক দলের রিপোর্টের অপেক্ষায় বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
পরিদর্শক দলের রিপোর্টের অপেক্ষায় বিসিবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশ নারী ক্রিকেট দলের আসন্ন সফর নিয়ে পাকিস্তানের করাচি ও লাহোর পরিদর্শন করে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেস্বর) দেশে ফিরেছেন চার সদস্যের নিরাপত্তা পরিদর্শক দল। তবে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে এখনো প্রতিবেদন দাখিল করেননি তারা।

প্রতিবেদন পাওয়ার পরই সিদ্ধান্ত নেওয়া হবে, আদৌ সালমা বাহিনীকে পাকিস্তান সফরে পাঠানো হবে কিনা।

রোববার (১৩ সেপ্টেম্বর) এমনটিই জানিয়েছেন বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকার্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন।

দুপুরে বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের তিনি জানান, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি আমন্ত্রণ রয়েছে, সেখানে বাংলাদেশ নারী দল পাঠানোর। তারই প্রেক্ষিতে আমাদের নিরাপত্তা প্রতিনিধি দল সরেজমিনে করাচি ও লাহোর ভেন্যু পরিদর্শন করেছেন। পরিদর্শক দলে সরকারের প্রতিনিধিও ছিল। তাছাড়া পাকিস্তান থেকে বাংলাদেশ হাই-কমিশনেরও একজন ছিলেন। আমরা আশা করছি, দুই-একদিনের মধ্যে একটা রিপোর্ট পাব। তারপর এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ’

পরিদর্শক দলটি পাকিস্তান যায় গত ৫ সেপ্টেম্বর। সেখানে লাহোর ও করাচিতে দু’দিন করে পরিদর্শন করেন তারা। দলটি সেখানকার মাঠ, ড্রেসিংরুম, ডাইনিং, জিমনেশিয়াম ও থাকার ব্যবস্থাসহ আনুষাঙ্গিক অবকাঠামো পরিদর্শন করেন।

দুইদিন করাচিতে থাকার পর লাহোরের ভেন্যু ও অবকাঠামো পরিদর্শন করে পরিদর্শক দলটি। এ সময় সেখানে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান, নির্বাহী কমিটির চেয়ারম্যান নাজাম শেঠি ও চিফ অপারেটিং অফিসার সুবহান আহমেদের সঙ্গে সাক্ষাত করে বাংলাদেশের পরিদর্শক দলটি।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।