ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

আপাতত রেহাই মিললো ধোনির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
আপাতত রেহাই মিললো ধোনির মহেন্দ্র সিং ধোনি

ঢাকা: বিজ্ঞাপনী ঝামেলায় জড়িয়ে পড়া ভারতীয় ক্রিকেটের বর্তমান সেরা তারকা মহেন্দ্র সিং ধোনি দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) ধোনির বিরুদ্ধে আনা মামলার উপর স্থগিতাদেশ জারি করেছে দেশটির সুপ্রিম কোর্ট।



দুই বছর আগে একটি বিজ্ঞাপনে ভারতের ওয়ানডে অধিনায়ককে বিষ্ণু-অবতারে দেখা যায়। যা নিয়ে তৈরি হয় তুমুল বিতর্ক। বিজ্ঞাপন বিতর্কে জড়ানো ধোনির মানসিকতাকে তীব্র সমালোচনা করে ভারতের কর্নাটক হাইকোর্ট। তার বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়।

ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক একটি সাময়িকীর প্রচ্ছদে বিশ্বের সর্বোচ্চ আয় করা শীর্ষ ক্রীড়াবিদদের মাঝে অন্যতম ধোনিকে দেবতা বিষ্ণুর অবতারে হাজির করানো হয়। ধোনি যেসব নামকরা পণ্যের দূত হিসেবে কাজ করছেন, সেসব পণ্য ধরিয়ে দেওয়া হয় দেবতার আটটি হাতে। সেখানে হিন্দু দেবতা বিষ্ণুর মুখের বদলে ধোনির মুখ বসানো হয়েছিল। ছবিতে ‘বিষ্ণু ধোনি’র বিভিন্ন হাতে জুতো সহ-বিভিন্ন সামগ্রী দেওয়া হয়। আর তাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অপরাধে অভিযুক্ত হন ধোনি।

‘বিজনেস টু-ডে’র প্রচ্ছদে ছাপানো সেই বিজ্ঞাপনের কারণে যে মামলা হয়েছিল, হাইকোর্টে গিয়ে ভারতীয় দলপতি তা বাতিলের আবেদন করেন। তবে, হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দিয়ে জানায়, বিজ্ঞাপনটি করার সময় ধোনির আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। ফলে ধোনি কোনো কূল না পেয়ে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ধরনা দেন।

ধোনির আবেদনের প্রেক্ষিতে মামলাটি স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট। ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ ধারায় টিম ইন্ডিয়ার দলপতির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। হাইকোর্টে সুবিচার না পাওয়ায় ধোনি সুপ্রিম কোর্টের দরজায় কড়া নেড়েছিলেন। অবশেষে বিজ্ঞাপনী ঝামেলায় জর্জরিত ধোনি স্বস্তি পেলেন।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।