ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

চলে গেলেন ইংলিশ সাবেক অধিনায়ক ক্লোজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
চলে গেলেন ইংলিশ সাবেক অধিনায়ক ক্লোজ ছবি : সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ব্রায়ান ক্লোজ আর নেই। ৮৪ বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন।

ক্লোজ ইংলিশ দলের পাশাপাশি ইয়র্কশায়ারেরও অধিনায়ক ছিলেন।

ইংল্যান্ড টেস্ট ক্রিকেট দলের হয়ে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ক্লোজের অভিষেক হয়। ১৯৪৯ সালের জুলাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ১৮ বছর বয়সে সাদা পোশাকের ক্রিকেটে নামেন তিনি।

ক্লোজ ইংলিশদের হয়ে ২২টি টেস্ট খেলেছেন। এরমধ্যে সাতটি ম্যাচে নেতৃত্বও দিয়েছেন। তার নেতৃত্বে কোনো ম্যাচ হারেনি ইংল্যান্ড। চয়টি ম্যাচে জয়ের পাশাপাশি একটি ম্যাচে ড্র করে ইংলিশরা।

অলরাউন্ডার হিসেবে খেলা এই কিংবদন্তি ৮৮৭ রানের পাশাপাশি ১৮টি উইকেটও দখল করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।