ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

জুনিয়র ক্রিকেটারদের কোচ হলেন গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
জুনিয়র ক্রিকেটারদের কোচ হলেন গাঙ্গুলি ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন (টিসিএ)। সোমবার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে গাঙ্গুলির কোচ হওয়ার প্রসঙ্গে আনুষ্ঠানিক ঘোষণা দেয় টিসিএ।



গত রোববার রাতে গাঙ্গুলি জানিয়েছিলেন, আমি এখানে (আগরতলা) খুব শিগগিরই কোচ হিসেবে আসবো। ত্রিপুরার অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৯ দলকে কোচিং করাবো। এর এক দিন পরই ত্রিপুরা ক্রিকেট গাঙ্গুলিকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে।

বর্তমানে গাঙ্গুলি বেঙ্গল ক্রিকেট এসোসিয়েশনের যুগ্ম-সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। জুনিয়র ক্রিকেটারদের খেলায় উন্নতি করাতে তিনি টিসিএ কমিটিকে অনুরোধ করেন।

টিসিএ সম্পাদক সৌরভ দাশগুপ্ত জানিয়েছেন, জুনিয়র ক্রিকেটারদের কোচ হিসেবে আমরা গাঙ্গুলিকে দায়িত্ব দিয়েছে। তিনি চলতি বছরের নভেম্বর থেকে ত্রিপুরার অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে কাজ করবেন। তিনি জুনিয়রদের কোচিং করালে এখানকার ক্রিকেটাররা আরও উন্নতি করতে পারবে বলে আমরা আশা করছি।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।