ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ রেফারি থেকে অবসরে মাহানামা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
ম্যাচ রেফারি থেকে অবসরে মাহানামা ছবি: সংগৃহীত

ঢাকা: আইসিসি’র এলিট ম্যাচ রেফারি প্যানেল থেকে অবসর নিচ্ছেন সাবেক শ্রীলঙ্কান ব্যাটসম্যান রোশান মাহানামা। এ বছর শেষেই তিনি ক্রিকেটের এই গুরুদায়িত্ব থেকে সরে দাঁড়াবেন।

অবসরের পর পরিবার ও নিজ ব্যবসার কাজে মন দেবেন তিনি।

মাহানামা ২০০৪ সালে এলিট প্যানেলের রেফারিতে যুক্ত হন। এখন পর্যন্ত তিনি ৫৮টি টেস্ট, ২২২টি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টিতে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনটি বিশ্বকাপ ও ২০০৯ সালের চ্যাম্পিয়নস ট্রফির দায়িত্বে ছিলেন তিনি।

অবসর প্রসঙ্গে মাহানামা বলেন, ‘এটি আমার জন্য একটি কঠিন সিদ্ধান্ত। কারণ আমি ক্রিকেট পাগল ব্যক্তি। ক্রিকেটেই আমার ৪০ বছর কেটেছে। ’

তিনি ‍আরো বলেন, ‘অবসরের পর আমি আমার পরিবারকে আরো বেশি সময় দিতে চাই। যারা আমার ক্রিকেট ক্যারিয়ারকে গড়ে উঠতে ছাড় দিয়ে এসেছে। ’

১৯৮৬ থেকে ৯৯ পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে ৫২টি টেস্ট ও ২১৩টি ওয়ানডে খেলেন মাহানামা। দুই ফরম্যাটেই ২৯ এর ওপর গড়ে ৭ হাজারের বেশি রান করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।