ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

কাতারের জন্য দুবাই ছাড়বেন আকরাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
কাতারের জন্য দুবাই ছাড়বেন আকরাম ছবি : সংগৃহীত

ঢাকা: অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে মাস্টারস চ্যাম্পিয়নস লিগ (এমসিএল)। এরই প্রেক্ষিতে চলতি বছরের অক্টোবরে ২৬০ জন সাবেক ক্রিকেটারের নিলাম হবে।

তবে আসরটির মূল আয়োজকদের মধ্যে থেকে পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরাম হয়তো অংশ নিতে পারছেন না।

এর আগে চলমান বছরের জুনে অ্যাডাম গিলক্রিস্ট ও ব্রায়ান লারার সঙ্গে আকরাম এমসিএল অায়োজনের ব্যাপারে কাজ শুরু করেন। তবে একই সময়ে (২০১৬ ফেব্রুয়ারি) কাতারে অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আর সম্প্রতি এই আসরে আকরামকে অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এমসিএল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হবে। আর পিএসএল প্রায় একই সময়ে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হবে।

এ প্রসঙ্গে আকরাম বলেছিলেন, ‘আমি পাকিস্তান ক্রিকেটের জন্য যেকোন কিছু ছাড়তে রাজি আছি। দেশের জন্য কিছু করতে পারলে আমি সেটিতেই খুশী। সেই অর্থে আমার ক্রিকেট খেলে আয় করার ইচ্ছে নেই। ’

তিনি আরো বলেন, ‘আমরা এমসিএলের জন্য কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলাম। তবে নিজের দেশকে সাহায্য করাই আমার মূল লক্ষ্য। ’

এদিকে উড়ো একটি খবরে জানা যায় এমসিএলের আইকন ক্রিকেটার হিসেবে অন্তর্ভুক্ত হওয়া ওয়াসিম আকরামের নাম ইতোমধ্যে সংস্থাটি থেকে কেটে দেওয়া হয়েছে। তবে সংস্থাটির কর্মকর্তাদের মধ্য থেকে এখন পর্যন্ত কোন বক্তব্য আসেনি।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।