ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বোলিং পরীক্ষায় লঙ্কান স্পিনার কৌশল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
বোলিং পরীক্ষায় লঙ্কান স্পিনার কৌশল ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কান স্পিনার থারিন্ডু কৌশলের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। আইসিসির নিয়ম অনুযায়ী ১৪ দিনের মধ্যে বোলিং পরীক্ষা করানোর জন্য সোমবার (১৪ সেপ্টেম্বর) ভারতে পৌছান কৌশল।



ভারতের চেন্নাইয়ে আইসিসি স্বীকৃত পরীক্ষা কেন্দ্রে প্রায় দেড় ঘণ্টাব্যাপী কৌশলের বোলিং পরীক্ষা করানো হয়। এরপরই তিনি কলম্বোর উদ্দেশ্যে উড়াল দেন।

আগামী দু’সপ্তাহের মধ্যে কৌশলের বোলিং পরীক্ষার রিপোর্ট আইসিসির নিকট হস্তান্তর করা হবে। এর ওরপই পরবর্তী সিদ্ধান্তটি নির্ভর করছে। ফলাফল ইতিবাচক হলে নির্বিঘ্নে পুরোনো কৌশলে বোলিং করতে পারবেন। আর বোলিং অ্যাকশন অবৈধ বিবেচিত হলে তাকে হয়তো দীর্ঘ সময়ের জন্য বল হাতে বিরত থাকতে হবে।

রঙ্গনা হেরাথের অবসরের পর কৌশলকে শ্রীলঙ্কার প্রধান স্পিন বোল‍ার হিসেবে দেখা হচ্ছে। ভারতের বিপক্ষে তিন টেস্টে ১৩টি উইকেট নেন ২২ বছর বয়সী এ অফস্পিনার। যদিও ২-১ এ সিরিজ জিতে নেয় কোহলিরা।

লঙ্কানদের হয়ে এখন পর্যন্ত ৬ টেস্টে ৪.০২ ইকোনমি রেটে ২৪টি উইকেট নিয়েছেন কৌশল। ওয়ানডে খেলেছেন মাত্র একটি। উইকেটের দেখা পাননি। আর টি-টোয়েন্টিতে এখনো তার অভিষেকই হয়নি।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।