ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

‘সাঙ্গাকারাকে মিস করবে ক্রিকেট বিশ্ব’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
‘সাঙ্গাকারাকে মিস করবে ক্রিকেট বিশ্ব’ ছবি: সংগৃহীত

ঢাকা: সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া কুমার সাঙ্গাকারার ব্যাপক প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী জানান, বাঁহাতি এ ব্যাটসম্যান শ্রীলঙ্কার একজন সেরা ক্রিকেটার।

আর তাকে ক্রিকেট বিশ্ব মিস করবে।

শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী রানিল উইক্রেমেসিংহের সঙ্গে যৌথ এক প্রেস বিজ্ঞপ্তিতে মোদী বলেন, ‘আমরা দারুণ একটি টেস্ট সিরিজ শেষ করলাম। আমি মনেকরি ক্রিকেট মাঠে আমরা সবাই কিংবদন্তি সাঙ্গাকারাকে মিস করবো। ’

গত মাসে ঘরের মাঠে তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান সাঙ্গা। আর বিগত ১৫ বছরে ব্যাটিংয়ে তিনি বিশ্ব শাসন করে এসেছেন। যেখানে ১৩৪টি টেস্ট খেলে ১২৪০০ রান করেছেন তিনি। এছাড়া দ্বীপ রাষ্ট্রটির হয়ে ৪০৪টি ওয়ানডে খেলে ১৪২৩৪ রান করেছেন তারকা এই ব্যাটসম্যান।

বাঁহাতি স্টাইলিশ এ ক্রিকেটার লঙ্কানদের ১৫টি টেস্ট, ৪৫টি ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তার সময়ে দেশটি ২০১১ বিশ্বকাপের ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করে।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।