ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

মুমিনুলদের ৯৬ রানের পরাজয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
মুমিনুলদের ৯৬ রানের পরাজয় ছবি: সংগৃহীত

ঢাকা: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশ ‘এ’ দলকে ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারতীয় ‘এ’ দল। ৩২৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২২৬ রান করতে সমর্থ হয় মুমিনুল-সৌম্য-নাসিররা।



বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক মুমিনুল হক। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ৩২৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেয় স্বাগতিকরা।

টাইগারদের জন্য পেসার তাসকিন আহমেদের ইনজুরি বড় দুঃসংবাদ বয়ে আনে।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৭.৩ ওভার বাকি থাকতে ২২৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেন মিডল অর্ডারে নামা লিটন দাস। নাসির হোসেন ৫২ ও সাব্বির রহমানের ব্যাট থেকে আসে ২৫ রান।

মূলত, টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় বাংলাদেশকে বড় ব্যবধানের পরাজয় বরণ করতে হয়। দুই ওপেনার রনি তালুকদার ১৩ ও সৌম্য সরকার ৯ রান করেন। ওয়ান ডাউনে নামা আনামুল হক রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন। অধিনায়ক মুমিনুল ব্যক্তিগত ১৯ রানে রিশি ধাওয়ানের বলে উইকেটরক্ষক সাঞ্জু স্যামসনের তালুবন্দি হন।

ভারতের হয়ে অফস্পিনার গুরকিরাত সিং একাই নেন পাঁচ উইকেট। আর বাংলাদেশের টপ অর্ডারের প্রথম তিন ব্যাটসম্যানকে ফেরান বাঁহাতি পেসার শ্রীনাথ অরবিন্দ। আরেক পেসার রিশি ধাওয়ান নেন দুই উইকেট।

এর আগে ওপেনার মায়ানাক আগারওয়াল (৫৬), সাঞ্জু স্যামসন (৭৩), গুরকিরাত সিং (৬৫) ও রিশি ধাওয়ানের (৫৬*) অপরাজিত অর্ধশতকে ভর করে সাত উইকেটে ৩২২ রানের সংগ্রহ দাঁড় করায় ভারতীয় ‘এ’ দল। অধিনায়ক উন্মুক্ত চাঁদ ও সুরেশ রায়না ‍দু’জনই ব্যক্তিগত ১৬ রানে আউট হন।

বাংলাদেশের হয়ে শফিউল ইসলাম ও নাসির হোসেন দু’টি করে উইকেট লাভ করেন। সাইড স্ট্রেইনের ইনজুরি ভোগার আগে পাঁচ ওভার বোলিং করে এক উইকেট নেন তাসকিন।

একই ভেন্যুতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।