ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

নারী দলের পাকিস্তান সফরের সিদ্ধান্ত আগামী সপ্তাহে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
নারী দলের পাকিস্তান সফরের সিদ্ধান্ত আগামী সপ্তাহে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: পাকিস্তানে নারী ক্রিকেট দল পাঠানো হবে কিনা ‍তা জানার জন্য ‍আরো কিছুদিন অপেক্ষায় থাকতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন দেশের বাইরে থাকায় বিষয়টি এখনো ঝুলে আছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক শেষে সাংবাদিকদের এমনটি নিশ্চিত করেন বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পাকিস্তানের করাচি ও লাহোর পরিদর্শন করে দেশে ফেরেন চার সদস্যের নিরাপত্তা পরিদর্শক দল। বিসিবি প্রেসিডেন্ট দেশে ফিরলেই তারা সেদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন দাখিল করবে।

জালাল ইউনুস বলেন, ‘রিপোর্টটার জন্য আমরা অপেক্ষা করছি। বোর্ড প্রেসিডেন্ট (নাজমুল হাসান পাপন) দেশের বাইরে আছেন। ২০ সেপ্টেম্বরের মধ্যে ওনি চলে আসবেন। দেশে আসার পর তিনি রিপোর্টটি পর্যালোচনা করে পাকিস্তানে নারী ক্রিকেট দল পাঠানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ’

এর আগে পরিদর্শক দলটি পাকিস্তান যায় গত ৫ সেপ্টেম্বর। সেখানে লাহোর ও করাচিতে দু’দিন করে পরিদর্শন করেন তারা। সেখানকার মাঠ, ড্রেসিংরুম, ডাইনিং, জিমনেশিয়াম ও থাকার ব্যবস্থাসহ আনুষাঙ্গিক অবকাঠামো পরিদর্শন করা হয়।

দুইদিন করাচিতে থাকার পর লাহোরের ভেন্যু ও অবকাঠামো পরিদর্শন করে পরিদর্শক দলটি। এ সময় তারা পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান, নির্বাহী কমিটির চেয়ারম্যান নাজাম শেঠি ও চিফ অপারেটিং অফিসার সুবহান আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।