ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

সমতায় ফেরার লক্ষ্যে শুক্রবার মাঠে নামবে ‘এ’ দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
সমতায় ফেরার লক্ষ্যে শুক্রবার মাঠে নামবে ‘এ’ দল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আশানুরুপ পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। ভারত ‘এ’ দলের ছুঁড়ে দেওয়া ৩২৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৪২.৩ ওভারে ২২৬ রানে গুটিয়ে যায় মুমিনুল বাহিনী।

সিরিজে সমতায় ফেরার লক্ষ্যে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মাঠে নামবে মুমিনুল-নাসিররা।

ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ‘এ’ দলে আসতে পারে একটি পরিবর্তন। প্রথম ওয়ানডেতে পেসার তাসকিন আহমেদ ইনজুরিতে পরায় কাল মাঠে নামতে পারেন আল আমিন হোসেন। সাইড স্ট্রেইনের ইনজুরির কারণে আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) দেশে ফিরবেন তাসকিন। তার বদলি হিসেবে ভারত যাচ্ছেন কামরুল ইসলাম রাব্বি। আগামীকাল (শুক্রবার, ১৮ জানুয়ারি) সকালে ভারতের উদ্দেশ্যে রওয়ানা হবেন রাব্বি। সিরিজের তৃতীয় ও শেষ  ওয়ানডেতে একাদশে দেখা যেতে পারে এই ডানহাতি পেসারকে।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে মাঠে গড়াবে আগামী ২০ সেপ্টেম্বর।

ওয়ানডে সিরিজ শেষে ভারত সফরে দুটি তিনদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। ২২-২৪ সেপ্টেম্বর মাঠে গড়াবে প্রথম তিনদিনের ম্যাচ, প্রতিপক্ষ কর্ণাটক। ২৭-২৯ সেপ্টেম্বর ব্যাঙ্গালুরুতে ভারত ‘এ’ দলের বিপক্ষে তিনদিনের ম্যাচ দিয়ে ভারত সফর শেষ করবে রুবেল-সাব্বির-লিটনরা-সৌম্যরা।

বাংলাদেশ ‘এ’ দল: মুমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ-অধিনায়ক) এনামুল হক বিজয়, সাব্বির রহমান রুম্মান, সৌম্য সরকার, লিটন কুমার দাস, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আরাফাত সানি, জুবায়ের হোসেন লিখন, রনি তালুকদার, সাকলাইন সজীব, শফিউল ইসলাম, আল আমিন হোসেন ও শুভাগত হোম চৌধুরী।

ভারত ‘এ’ দল: উন্মুখ চাঁন্দ (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, মনিশ পান্ডে, সুরেশ রায়না, কেদার যাদব, সঞ্জু স্যামসন, করুন নায়ার, কুলদিপ যাদব, জয়ন্ত যাদব, কার্ন শর্মা, ঋষি ধাওয়ান, এস অরবিন্দ, ধাওয়াল কুলকার্নি, রাশ কালারিয়া এবং গুরক্রিত সিং।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।