ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

হতাশা নিয়ে ফিরলেন তাসকিন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
হতাশা নিয়ে ফিরলেন তাসকিন

ঢাকা: গত এক বছরে তিনবার ইনজুরিতে পড়লেন তাসকিন আহমেদ। ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলা হয়নি তার।

মিরপুরের একাডেমিতে এক মাসের সংগ্রামের পর সাইড স্ট্রেইনের ইনজুরি কাটিয়ে ফিট হয়ে উঠেছিলেন জাতীয় দলের এই পেসার।

তাইতো ‘এ’ দলের হয়ে ভারত পাঠানো হয়েছিল তাকে। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে টেস্ট অভিষেকের স্বপ্ন দেখছিলেন এই তরুণ পেসার। টেস্ট খেলার ইচ্ছার কথা আগেই জানিয়েছিলেন তিনি। ভারত ‘এ’ দলের বিপক্ষে তিনদিনের ম্যাচই হতে পারতো তাসকিনের টেস্ট পরীক্ষা। সে পরীক্ষা দেওয়ার আগেই ছিটকে যান তিনি।

ভারত ‘এ’ দলের বিপক্ষে বুধবার (১৬ সেপ্টেম্বর) ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মাত্র ৫ ওভার বল করেই মাঠ ছাড়েন তাসকিন। শরীরের বাঁ পাশের পুরোনো ব্যাথা ওঠায় মাঠ ছাড়তে বাধ্য হন এই তরুণ পেসার।

চোট নিয়ে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভারত থেকে দেশে ফিরেছেন তাসকিন। দুপুরে দেশে ফিরে সরাসরি নিজ বাসায় যান।

আগামী শনিবার বিসিবি’র ফিজিওর সঙ্গে দেখা করবেন তাসকিন। তার বদলি হিসেবে ভারত যাচ্ছেন আরেক তরুণ পেসার কামরুল হাসান রাব্বি। আগামীকাল (শুক্রবার) সকালে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে খেলার স্বপ্ন শেষ হয়ে গেলেও আগামী বিপিএলের আগেই মাঠে ফিরতে চান তাসকিন। আগামী ২৪ নভেম্বর শুরু হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।