ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

সম্পত্তির ঝামেলা থেকে মুক্ত হাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
সম্পত্তির ঝামেলা থেকে মুক্ত হাফিজ ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ সম্পত্তির ঝামেলা থেকে মুক্তি পেলেন। পুলিশের সহায়তায় তিনি খোয়া যাওয়া সাড়ে ২২ মিলিয়ন রুপিও ফিরে পেয়েছেন।



বাড়ি কেনার জন্য একটি ডিলার কোম্পানির সঙ্গে পাকিস্তানের তারকা এ ক্রিকেটার দুই বছরের চুক্তি করেন। কিন্তু ডিলার হাফিজের সঙ্গে চুক্তির বিষয়টি অস্বীকার করে। ফলে, পুলিশের সহায়তা চেয়ে পাকিস্তানের টি-টোয়েন্টির সাবেক অধিনায়ক ডিলারের বিরুদ্ধে অভিযোগ আনেন।

স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ বিষয়টির তদন্তে নামে। এতে নগত ৫ লাখ রুপি ফিরে পান হাফিজ। আর বাকি অর্থ চেকের মাধ্যমে ফিরে পান তিনি।

হাফিজের ঘনিষ্ঠ এক সূত্র থেকে জানানো হয়, মামলার তদন্তে নেমে পুলিশ কর্তৃপক্ষ তাকে অনেক সাহায্য করেছে। এ ঘটনায় চুক্তি অস্বীকার করা কোম্পানির দায়ী ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।