ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের ক্রিকেটে যুক্ত হতে চান পিটারসেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
পাকিস্তানের ক্রিকেটে যুক্ত হতে চান পিটারসেন ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরে খেলার জন্য মুখিয়ে আছেন ইংল্যান্ডের ব্যাটিং তারকা কেভিন পিটারসেন। এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, পিএসএলে তিনি অংশ নিতে আগ্রহী।



এর আগে ইংল্যান্ড জাতীয় দল, ডেকান চার্জাস, দিল্লি ডেয়ারডেভিলস, ডলফিনস, হ্যাম্পশায়ার, আইসিসি বিশ্ব একাদশ, নাটাল, নটিংহ্যাম্পশায়ার, রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, সেন্ট লুসিয়া, সানরাইজ হায়দ্রাবাদ আর সারের হয়ে খেলেছেন পিটারসেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দেশটির ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগ সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করতে যাচ্ছে। ২০১৬ সালের ০৪ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পিএসএলের প্রথম আসরটি হওয়ার কথা রয়েছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে এক মিলিয়ন ডলার।

এ টুর্নামেন্টটি প্রসঙ্গে পিটারসেন বলেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত পাকিস্তান ক্রিকেটের আসরে খেলার জন্য আমার আগ্রহ রয়েছে। টুর্নামেন্টটিতে মাঠে নামার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। এটা দারুণ একটি আসর হতে চলেছে। যেখানে প্রচুর চার-ছক্কার মার থাকবে। থাকবে অনেক উইকেট নেওয়ার সুযোগ। এছাড়া সেখানে টি-টোয়েন্টির আদর্শ কিছু সতীর্থকে পাব।

দুবাই আর শারজার মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এ আসরটিতে ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, সুনিল নারাইনদের মতো ক্রিকেটাররা খেলবেন বলে জানিয়েছে পিএসএল কমিটি। এছাড়া বাতাসে গুঞ্জন আছে বাংলাদেশ থেকে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের দিকেও নজর রয়েছে টুর্নামেন্ট কমিটির।

ইংল্যান্ড দল থেকে নির্বাসিত হওয়ার পর পিটারসেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, দক্ষিণ আফ্রিকার রামস্লাম টি-টোয়েন্টি লিগ, ভারতের আইপিএল আর অস্ট্রেলিয়ার কেএফসি বিগ ব্যাশের মতো টুর্নামেন্টে খেলেছেন। এবারে পাকিস্তানের ক্রিকেটে নাম লেখাতে চলেছেন ইংলিশদের হয়ে ১০৪টি টেস্ট আর ১৩৬টি ওয়ানডে খেলা ৩৫ বছর বয়সী এ ডানহাতি টপঅর্ডার ব্যাটসম্যান।

এর আগে ২০১৪ ও ২০১৫ সালে পিএসএল আয়োজনের ঘোষণা দিয়েছিল পিসিবি। কিন্তু স্পন্সর ও লজিস্টিক সাপোর্ট না পাওয়ায় ভেস্তে যায় তাদের সে পরিকল্পনা।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ২১ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।