ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

দেশের ক্রিকেটে উপেক্ষিত ইউনিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
দেশের ক্রিকেটে উপেক্ষিত ইউনিস ছবি : সংগৃহীত

ঢাকা: পাকিস্তান ক্রিকেটে অবদানের শেষ নেই ইউনিস খানের। দারুণ ব্যাটিং কৌশলে দলকে জিতিয়েছেন বহুবার।

তার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরও জিতেছে পাকিস্তান। তবে লাহোরে অনুষ্ঠিত ফ্রাঞ্চাইজিভিত্তিক ‍টি-২০ পাকিস্তান সুপার লিগের প্রিমিয়ারে আমন্ত্রণ জানানো হয়নি এই গ্রেট ব্যাটসম্যানকে। এমন খবর নিজেই জানিয়েছেন ইউনিস খান।

জিও সুপার চ্যানেলকে দেওয়া এক সাক্ষাতকারে ইউনিস জানান, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এমন আচরণে তিনি হতাশ।

ইউনিস বলেন, ‘আমাকে অনুষ্ঠানে ডাকা হয়নি। পাকিস্তান ক্রিকেটে আমার অবদান ও টি-২০ ফরম্যাটে আমার অর্জনকে তারা উপেক্ষা করেছে। ’

পিএসএলের প্রিমিয়ারের সময় ইউনিস সহ সাবেক পাকিস্তানি গ্রেট জাভেদ মিঁয়াদাদ ও ইমরান খানকেও আমন্ত্রণ জানানো হয়নি। তবে পিসিবি’র এক অফিসিয়াল বিবৃতিতে জানানো হয় ইউনিসকে অনুষ্ঠানের জন্য ডাকা হয়েছিল।

এদিকে পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ জানিয়েছেন, ইউনিস ও মিঁয়াদাদের মতো ক্রিকেটারদের আমন্ত্রণ না জানানো ব্যাপারটি অনেক বড় অপমানের।

পিএসএল আগামী বছরের ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।