ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

অশ্বিনের চিন্তায় শুধুই ক্রিকেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
অশ্বিনের চিন্তায় শুধুই ক্রিকেট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: প্রায় ছয় বছর আগে রবিচন্দ্রন অশ্বিনের ভারতীয় জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল। তবে এরই মধ্যে দেশটির তিন ফরম্যাটের খেলায় গুরুত্বপূর্ণ একজন তারকা হয়ে উঠেছেন তিনি।

চেন্নাই থেকে উঠে আসা এই ক্রিকেটার ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে দ্রুত ৫০ ও ১০০ উইকেটের মালিকও হয়েছেন।

গত কয়েক বছর ধরে সব ধরনের খেলাই নিজের পারফরম্যান্স ধরে রেখেছেন অশ্বিন। আর এই ফর্ম ধরে রেখে প্রতিটি সুযোগ কাজে লাগাতে চান ২৯ বছর বয়সী এই অফস্পিন অলরাউন্ডার।

উইসডেন ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাতকারে অশ্বিন বলেন, ‘পূর্বে দলের হয়ে আমি যেমন সাফল্য পেয়েছি ভবিষ্যতেও এমন পারফরম্যান্স ধরে রাখতে চাই। ক্রিকেটীয় জ্ঞ্যান ও আত্মবিশ্বাসই আমাকে ভালো খেলতে সাহায্য করছে। ’

ক্রিকেট নিয়ে পর্যলোচনা করা অশ্বিন সব সময় ক্রিকেট নিয়েই থাকতে চান জানিয়ে বলেন, ‘আমি ক্রিকেট খেলতে পছন্দ করি। আমি সবসময় এটি নিয়েই চিন্তা করি। একজন বিজ্ঞানী সব সময় নিজের আবিস্কার নিয়ে চিন্তা করে। আমিও ক্রিকেটের বাইরে চিন্তা করতে পারিনা। এই খেলা আমাকে অনেক কিছু দিয়েছে। ঠিক তেমনি আমিও খেলাকে অনেক কিছু দিতে চাই। আর আমি জানি এখানেই আমার সফলতা লুকিয়ে রয়েছে। ’

এখন পর্যন্ত ২৮টি টেস্টে ৩.০০ ইকোনোমিতে ১৪৫টি উইকেট পেয়েছেন অশ্বিন। আর ওয়ানডেতে ৯৯টি ম্যাচ খেলে ১৩৯টি উইকেট তুলে নিয়েছেন। এছা টি-টোয়েন্টি ফরম্যাটে ২৬ ম্যাচে তার দখলে ২৫টি উইকেট রয়েছে।

বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও বেশ উপভোগ করেন ডাহাতি স্পিনার অশ্বিন। সাদা পোশাকে দুটি সেঞ্চুরির পাশাপাশি পাঁচটি হাফ সেঞ্চুরি নিয়ে ১১০৩ রান করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।