ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্যর্থতা ঘিরে রেখেছে আজমলকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
ব্যর্থতা ঘিরে রেখেছে আজমলকে ছবি : সংগৃহীত

ঢাকা: ক্রীড়া জগতটাই হয়তো এমন, যত দিন ফর্ম আছে ততদিন ভক্তরা তাকে মাথায় তুলে রাখবে। আর ফর্ম নেই তো ছায়ায় ডাকা পড়বে প্রিয় খেলোয়াড়টি।

ঠিক এমনটাই ঘটেছে পাকিস্তানের সাড়া জাগানো স্পিনার সাইদ আজমলের ক্ষেত্রে।

ক্রিকেটে এসে নিজের নাম-যশ-খ্যাতি সবই কামিয়েছেন আজমল। তবে এক বোলিং নিষেজ্ঞায় পড়ে বর্তমানে অনেকটা ক্যারিয়ারের শেষ দেখছেন তিনি।

২০১৫ বিশ্বকাপের আগে অবৈধ বোলিং ‍অ্যাকশনের কারণে আইসিসি কর্তৃক নিষেধাজ্ঞা পান এ দুশরা স্পিনার। নিজেকে শুধরে খুব দ্রুতই আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন। তবে বিশ্বকাপের পর বাংলাদেশের বিপক্ষে ফেরার সিরিজে বাজে পারফর্ম করেন ৩৭ বছর বয়সী এ তারকা।

বাংলাদেশ সফরের পর শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ থেকে শুরু করে আসন্ন জিম্বাবুয়ে ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও ফর্মহীনতার কারণে দলে রাখা হয়নি আজমলকে।

এদিকে বেশ কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল ব্যর্থতার কারণে ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন আজমল। তবে পরের দিনই এসব গুঞ্জনকে উড়িয়ে দেন আজমল নিজেই।

কিন্তু আজমলকে নিয়ে পাকিস্তান এখন আর চিন্তা করে না এমন প্রমাণ আরো একবার পাওয়া গেল। এপিপিকে দেওয়া এক সাক্ষাতকারে নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানান, আজমলের ক্রিকেটে ফেরার পর সে আর ফর্মে নেই। সে বাজে ফর্মে আছে বলেই জিম্বাবুয়ে ও ইংল্যান্ড সিরিজে তাকে দলে রাখা হয়নি।

২০১৫ সালে দুটি ওয়ানডে খেলেছেন আজমল। যেখানে ১৯.১ ওভার বোলিং করে ৬.৪১ ইকোনোমিতে মাত্র একটি উইকেট পেয়েছেন অভিজ্ঞ এই স্পিনার। আর একটি মাত্র টি-টোয়েন্টিতে সুযোগ পাওয়া আজমল ৩.২ ওভার বোলিং করে ২৫ রান দিলেও কোন উইকেট পাননি।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।