ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

জাতীয় দলের অনুশীলন ক্যাম্প ২৮ সেপ্টেম্বর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
জাতীয় দলের অনুশীলন ক্যাম্প ২৮ সেপ্টেম্বর ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর। বিসিবি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

ঈদ উপলক্ষ্যে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ক্রিকেটারদের ছুটি দেওয়া হয়েছে।

২৮ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে ক্রিকেটারদের অনুশীলন। দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ক্যাম্প শুরুর আগেই ছুটি কাটিয়ে ঢাকায় ফিরবেন।

বাংলাদেশের অনুশীলন ক্যাম্প শুরুর দিনই ঢাকায় পৌঁছাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। নতুন টেস্ট অধিনায়ক স্টিভেন স্মিথের নেতৃত্বে বাংলাদেশ সফরে আসছে অজিরা। ঢাকায় পৌঁছে মিরপুরে টানা চারদিন অনুশীলন শেষে ৩ অক্টোবর থেকে বিসিবি একাদশের বিপক্ষে ফতুল্লায় একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী অজিরা।

এরপর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট ৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ১৭ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।