ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা

ঢাকা: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য ১৩ সদস্যের বিসিবি একাদশ নামে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনদিনের ম্যাচের স্কোয়াড ঘোষণা করে বিসিবি।



০২ অক্টোবর দুপুর আড়াইটায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে ক্রিকেটারদের।

তিনদিনের ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে ডাক পেয়েছেন নাঈম ইসলাম। দীর্ঘদিন পর বিসিবি’র কোনো দলে ডাক পেলেন নাঈম। ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, আল আমিন হোসেন, শফিউল ইসলামের মতো ক্রিকেটাররাও আছেন দলে।

এছাড়া মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি, মো: মিথুন, আবু জায়েদ রাহির মতো বেশ কিছু উঠতি ক্রিকেটার সুযোগ পেয়েছেন বিসিবি একাদশে।

আগামী ৩-৫ অক্টোবর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিনদিনের ম্যাচটি।

এরপর বাংলাদেশ দলের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অজিরা। প্রথম টেস্ট ৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ১৭ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।  

বিসিবি একাদশের স্কোয়াড:
ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মাহমুদুল হাসান, মো: মিথুন, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোম চৌধুরী, নাঈম ইসলাম, আল আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহি, শফিউল ইসলাম।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।