ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

কেন্দ্রীয় চুক্তিতে মরগান-উড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
কেন্দ্রীয় চুক্তিতে মরগান-উড

ঢাকা: সাম্প্রতিক পারফরম্যান্স বিচার করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) কেন্দ্রীয় চুক্তিতে নেওয়া হয়েছে দেশটির ওয়ানডে দলের অধিনায়ক ইয়ন মরগানকে। ইংলিশদের হয়ে ২০১২ সালে সর্বশেষ টেস্ট খেললেও সিমীত ওভারের ম্যাচে দুর্দান্ত খেলছেন মরগান।



বিশ্বকাপে বাজে পারফর্মের পর নিজের জায়গা আবারও ফিরে পেয়েছেন মরগান। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সিমীত ওভারের খেলায় ৬৬.৬৭ গড়ে ৬০০ রান করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। কার্ডিফে অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে ৩৯ বলে ৭৪ রানের ইনিংস ছিল অসাধারণ ম্যাচউইনিং পারর্ফম।

এদিকে ইংলিশদের সংযুক্ত আরব আমিরাত সফরে পাকিস্তানের বিপক্ষে তিন ফরম্যাটের খেলতেই রাখা হয়েছে ফাস্ট বোলার মার্ক উডকে। আর দলের তরুণ এই তারকাকে কেন্দ্রীয় চুক্তিতে নেওয়া হয়েছে। উড এবং মরগান অলরাউন্ডার ক্রিস ওকস ও ক্রিস জর্ডানের স্থলাভিষিক্ত হয়েছেন। ২০১৫ মৌসুমে ইনজুরির কারণে দলে অনিয়মিত হওয়া ওকস ও জর্ডান তালিকা থেকে বাদ পড়েন।

ইসিবি কেন্দ্রীয় চুক্তি: মঈন আলী, জেমস অ্যান্ডারসন, ইয়ান বেল, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, অ্যালিস্টার কুক, স্টিভেন ফিন, ইয়ন মরগান, জো রুট, বেন স্টোকস ও মার্ক উড।

ক্রমবর্ধমান চুক্তি: জনি বেয়ারস্টো, গ্যারি ব্যালেন্স, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, লিয়াম প্লাঁঙ্কেট, আদিল রশিদ, ক্রিস ওকস ও জেমস টেইলর।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।