ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়াদের বিপক্ষে ভারত ‘এ’ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
প্রোটিয়াদের বিপক্ষে ভারত ‘এ’ দল ঘোষণা

ঢাকা: সফরকারী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় ‘এ’ দল ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। মান্দিপ সিংকে অধিনায়ক করে ১২ সদস্যের দল ঘোষণা করেছেন নির্বাচকরা।



২৯ সেপ্টেম্বর দিল্লি পালাম ক্রিকেট গ্রাউন্ডে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবে রাহুল দ্রাবিড়ের অধীনে থাকা ভারত ‘এ’ দল।

১২ জনের দলে ওপেনার হিসেবে রাখা হয়েছে আগরওয়াল এবং মানান ভোরাকে। মিডলঅর্ডার সাজাতে নির্বাচকরা স্কোয়াডে রেখেছেন মনিষ পান্ডে, মানদিপ সিং আর সূর্যকুমার যাদবকে। উইকেটরক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসনও ডাক পেয়েছেন দলে।

প্রোটিয়াদের বিপক্ষে খেলবেন রিস্টস্পিনার জুভেন্দ্র চাহাল। আরও থাকছেন চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। তৃতীয় স্পিনার হিসেবে স্কোয়াডে রয়েছেন পবন নেগী। আর পেস আক্রমণে থাকবেন অনুরিত সিং, রিশি ধাওয়ান আর হার্দিক পান্ডা।

ভারত সফরে আসা প্রোটিয়ারা রাহুল দ্রাবিড়ের ছাত্রদের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে। পূর্ণাঙ্গ সফরে তিনটি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে এবং চারটি টেস্ট খেলবে প্রোটিয়ারা।

ভারতের ‘এ’ দল: আগরওয়াল, মানান ভোরা, মনিষ পান্ডে, মানদিপ সিং, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডা, রিশি ধাওয়ান, অনুরিত সিং, জুভেন্দ্র চাহাল, পবন নেগী ও কুলদীপ যাদব।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।