ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন কামিন্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন কামিন্স ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়লেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। তার বদলি হিসেবে টাইগারদের বিপক্ষে খেলতে আসবেন জেমস ফকনার।



ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে জানানো হয়েছে, ২২ বছর বয়সী কামিন্স লম্বা পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলেন। কিন্তু, বোলিং মার্কে ফিরে নিজেকে ফিট প্রমাণিত করতে পারেননি তিনি। সঙ্গে রয়েছে পুরোনো ইনজুরি।

কামিন্স প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার ফিজিও ডেভিড বেকলি জানান, সে গত ওয়ানডে ম্যাচেও পিঠে ব্যাথা অনুভব করে। তাকে দীর্ঘদিন আমরা একটি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রেখেছিলাম। গতকাল (২৩ সেপ্টেম্বর) তার এমআরআই স্কান করানো হলে রিপোর্টে দেখা যায় তার পিঠের হাড়ে ফাটল দেখা দিয়েছে।

বেকলি আরও জানান, আমরা কামিন্সকে নিয়ে কোনো রকমের ঝুঁকি নিতে চাইনা। তাই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বিশ্রামে রাখা হবে। ফলে, বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে কামিন্সের খেলা হচ্ছেনা। তার জায়গায় ফকনার যাবে।

দুই তারকা পেসার মিচেল জনসন ও জস হ্যাজেলউডকে ছাড়াই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথকে অধিনায়ক করে আগেই ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

২৮ সেপ্টেম্বর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে অজি ক্রিকেট দল। ০৯-১৩ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট ও ১৭-২১ অক্টোবর মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলে দেশে ফিরবে সফরকারীরা।

আন্তজার্তিক ক্রিকেট থেকে মাইকেল ক্লার্ক অবসর নেওয়ায় স্মিথের নেতৃত্বে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। অনেকটা তারুণ্যনির্ভর দল নিয়েই বাংলাদেশ সফরে আসবে অজিরা। ক্লার্ক ছাড়াও রায়ান হ্যারিস, ক্রিস রজার্সের মতো ক্রিকেটাররা অবসরে যাওয়ায় এ দলটিকে অনেকটা অনভিজ্ঞ বলা চলে। সম্প্রতি শেন ওয়াটসনও টেস্ট ক্রিকেটকে বিদায় জানান।

অস্ট্রেলিয়া টেস্ট স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), অ্যাডাম ভোজেস (সহ-অধিনায়ক), ক্যামেরন ব্যানক্রফ্ট, জো বার্নস, জেমস ফকনার, অ্যান্ড্রিউ ফেকেতি, উসমান খাজা, নাথান লিওন, মিচেল মার্শ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, পিটার নেভিল, স্টিফেন ও’কিফি, পিটার সিডল ও মিচেল স্টার্ক।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।