ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

নড়াইলে মাশরাফির নামাজ আদায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
নড়াইলে মাশরাফির নামাজ আদায়

নড়াইল: বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা  নিজ জেলা নড়াইলে ঈদের নামাজ আদায় করেছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় নড়াইল কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করেন তিনি।


Narail_Masrafi_1
এরপর বন্ধু-স্বজন ও পরিচিত জনদের সঙ্গে কোলাকুলি করেন টাইগার দলপতি।

ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি নানা বাড়ির পাশের কবরস্থানে নানা ও নানীর কবর জিয়ারত করেন।

পরে সাংবাদিকদের মাশরাফি জানান, ঈদের পুরো দিনটা  মামা বাড়িতে কাটাবেন। এছাড়া তিনি ক্রিকেটের সাফল্যের জন্য দেশবাসীর দোয়া কামনা করেন ও সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

এ সময় মাশরাফিকে কাছে পেয়ে তার বন্ধুসহ ভক্তরা আনন্দ প্রকাশ করেন।
 
এ ‌ঈদ জামাতে নড়াইলের জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোস্তফা কামাল মোস্ত, জেলা প্রশাসনের কর্মকর্তারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।