ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

অজিদের অজুহাতে অবাক বিসিবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
অজিদের অজুহাতে অবাক বিসিবি

ঢাকা: ২০১৪ সালের শেষ দিকে বাংলাদেশের মাটিতে খেলে গেছে জিম্বাবুয়ে। চলতি বছর ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা সফর করে গেছে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। তারপরও ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা ইস্যুতে সফর পিছিয়ে দেওয়ায় অবাক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি সুজন জানিয়েছেন, ক্রিকেটারদের নিরাপত্তার ঝুঁকি রয়েছে, এমন অজুহাতে সফর পেছানো আমাদের কাছে বোধগম্য নয়। তাদের ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড (ডিএফএটি) থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, তাতে আমরা বিস্মিত হয়েছি। আমরা সফরকারী দলটিকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ব্যাপারে আশাবাদী ছিলাম। কারণ ক্রিকেটারদের নিরাপত্তাই আমাদের কাছে সবসময় অগ্রাধিকার পেয়ে আসছে।

এদিকে, নিরাপত্তার অজুহাতে সাময়িকভাবে সফর স্থগিত করা অজিদের প্রসঙ্গে বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ক্রিকইনফোকে জানান, আমরা ক্রিকেট অস্ট্রেলিয়ার হঠাৎ এমন সিদ্ধান্তে অবাক হয়েছি। দেশে কোনো সংঘাত নেই। নেই কোনো নিরাপত্তা ঝুঁকি। এ অবস্থায় তাদের সফর বিলম্বিত হওয়াটা সত্যি বিস্ময়কর। ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান সিন ক্যারোল বিকেলে (রোববার) ঢাকায় আসছেন। তিনি নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করবেন। আমি মনে করি অজিরা সফরে আসবে এবং খুব দ্রুতই আসবে।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আরও যোগ করেন, ২০১৪ সালের শেষ দিকে দেশের অবস্থা আরও বেশি খারাপ ছিল। সে সময় আমরা বিশ্বকাপ টি-টোয়েন্টি, এশিয়া কাপ আয়োজন করেছিলাম। অথচ এর কিছুদিন আগেই দেশে রাজনৈতিক অস্থিরতা চলছিল। সে তুলনায় দেশে এখন কোনো অস্থিরতা নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও জানিয়েছেন, অস্ট্রেলিয়া ক্রিকেট দলের আশঙ্কা ভিত্তিহীন। আশা করি, তারা মত বদলাবে, খেলতে আসবে। দেশের পরিস্থিতি নিরাপদ। কোনো জঙ্গি মাথাচাড়া দেওয়ার সুযোগ পাবেনা, আত্মপ্রকাশ করতে পারবে না। আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে এখানে। ফলে, তাদের আশঙ্কা খামোখা, অমূলক।

উল্লেখ্য, শনিবার (২৬ সেপ্টেম্বর) ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে বলা হয়, অস্ট্রেলিয় সরকার টেস্ট দলকে বাংলাদেশ পাঠানোর নিরাপত্তা ঝুঁকি নিয়ে বোর্ডকে সর্তক করে দেয়। তারা জানায়, বাংলাদেশের জঙ্গী দলগুলো পর্যটকদের ওপর হামলা চালাতে পারে। ফলে পিছিয়ে দেওয়া হয় সফরের সময়। তবে, তারা নিশ্চিত করে, অস্ট্রেলিয়ার আসার সময় শুধু পিছিয়ে যাচ্ছে, সফরটি বাতিল হয়নি।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।