ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
পাকিস্তানের কষ্টার্জিত জয় ছবি : সংগৃহীত

ঢাকা: দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে পাকিস্তান। হারারের স্পোর্টস ক্লাব মাঠে স্বাগতিক জিম্বাবুয়েকে তারা হারিয়েছে ১৩ রানে।

দারুণ বোলিংয়ের পর জয়ের কাছাকাছি গিয়েও হারতে হয় জিম্বাবুয়েকে।

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি। জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে সফরকারী পাকিস্তান ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। ১৩৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ১২৩ রানে থেমে যায় স্বাগতিকদের ইনিংস।

প্রথমে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা পাকিস্তানের ওপেনার মুক্তার আহমেদ ব্যক্তিগত ৪ রান করে বিদায় নেন। আরেক ওপেনার আহমেদ শেহজাদের ব্যাট থেকে আসে ১৭ রান। তিন নম্বরে নামা সোয়েব মাকসুদ ৬ রানে সাজঘরে ফেরেন।

চার নম্বরে নামা সোয়েব মালিক ব্যাটিংয়ের হাল ধরে খেলেন দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস। ২৪ বল মোকাবেলা করে দুটি চারের পাশাপাশি সোয়েব মালিক একটি ছক্কা হাঁকিয়ে উইলিয়ামসের বলে বোল্ড হন। উমর আকমলের ব্যাট থেকে আসে ১৪ রান। ৩৩ রান করেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। তিনি ৩২ বলে একটি করে চার ও ছয়ে তার ইনিংসটি সাজিয়ে অপরাজিত থাকেন।

ইমাদ ওয়াসিম ১৯ রানে বিদায় নেন। আফ্রিদির ব্যাট থেকে মাত্র ২ রান আসে।

উমর আকমল আর সোয়েব মালিক ৪২ রানের জুটি গড়েন। ইমাদ-রিজওয়ানের জুটিতে আসে আরও ৪৬ রান।

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট তুলে নেন ৩ ওভারে ১৮ রান দেওয়া চিভাবা। এছাড়া একটি করে উইকেট দখল করেন পানিয়াঙ্গারা, অভিষিক্ত লুক জঙ্গী, ক্রেমার আর উইলিয়ামস।

১৩৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১২৩ রানেই থেমে যেতে হয় জিম্বাবুইয়ানদের। দলীয় এক রানের মাথায় ফেরেন ওপেনার চিভাবা। আরেক ওপেনার হ্যামিলটন মাসাকাদজা খেলেন ২৫ রানের ইনিংস। তিন নম্বরে নামা ক্রেইগ আরভিনের ব্যাট থেকে আসে ১১ রান।

চার নম্বরে ব্যাটিংয়ে আসা সিকান্দার রাজা ১০ বলে দুটি চারে ১৩ রান করে বিদায় নেন। আর ১১ বলে দুটি চারে ১৪ রান করে সাঝঘরের পথ ধরেন উইলিয়ামস। উইকেটরক্ষক ব্যাটসম্যান রিচমন্ড মুতুম্বামি ব্যক্তিগত ৯ রান করে রানআউট হন।

শেষ দুই ওভারে জিম্বাবুয়ের দরকার ছিল ২৬ রানের। ক্রিজে অপরাজিত ছিলেন দলপতি চিগুম্বুরা। শেষ ওভারে টার্গেট দাঁড়ায় ১৬ রান। তবে, ২ রানের বেশি নিতে পারেনি স্বাগতিকরা। ফলে, ১৩ রানের পরাজয় মেনে নিতে হয় জিম্বাবুয়েকে।

দলকে জয়ের কাছাকাছি নিয়ে যাওয়া চিগুম্বুরা শেষ ওভারের প্রথম বলে রান আউট হওয়ার আগে করেন ৩১ রান। তার ২৮ বলের ইনিংসে ছিল দুটি চার আর একটি ছক্কা।

পাকিস্তানের হয়ে ইমাদ ওয়াসিম নেন সর্বোচ্চ ৪ উইকেট। ৪ ওভার বোলিং করে মাত্র ১১ রান খরচ করেন তিনি। এছাড়া সোহেল তানভির এবং ওয়াহাব রিয়াজ নেন একটি করে উইকেট। কোনো উইকেট পাননি অভিষিক্ত ইমরান খান, আফ্রিদি এবং সোয়েব মালিক।

সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হবে ২৯ সেপ্টেম্বর।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ২৭ সেপ্টম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।