ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে নিহত ৯

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে নিহত ৯ ছবি : সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানে একটি ক্রিকেট ম্যাচ চলাকালে আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও প্রায় ৫০ জন।


 
আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, পাকিস্তান সীমান্তবর্তী পাকতিকা প্রদেশে এই হামলার ঘটনা ঘটে।

আফগান কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে ফুটবল খেলা চলাকালে আত্মঘাতী হামলা হওয়ার কথা জানালেও পরে দেশটির অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের বিবৃতিতে ক্রিকেট ম্যাচ চলাকালীন বোমা হামলা হয়েছে বলে জানানো হয়।
 
ধারণা করা হচ্ছে, ম্যাচটি দেখতে উপস্থিত স্থানীয় সরকারের সদস্যদের লক্ষ্য করেই আত্মঘাতী বোমা হামলাটি চালানো হয়েছে।

গত বছর একটি ভলিবল ম্যাচ চলাকালে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছিল। সে হামলায় অন্তত ৫০ জন নিহত হন।

তবে এখন পর্যন্ত কে বা কারা এ হামলা চালিয়েছে তা জানা যায়নি। হামলার দায় অস্বীকার করেছে আফগান তালেবানরা। জঙ্গি ইসলামপন্থী দলগুলোও এ হামলার সঙ্গে জড়িত নয় বলে জানায় আফগান কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।