ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলানিউজকে ক্রীড়া প্রতিমন্ত্রী

‘ভুল ভাঙুক অস্ট্রেলিয়ার’

সুকুমার সরকার ও সাজেদা সুইটি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
‘ভুল ভাঙুক অস্ট্রেলিয়ার’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘অস্ট্রেলিয়া ভুল বুঝলো, জঙ্গি হামলার ভয় পেলো, তাদের ভুল ভাঙুক’- বাংলানিউজের সঙ্গে আলাপকালে এভাবেই আক্ষেপ ও আশার কথা শোনান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার।
 
তিনি বলেন, বাংলাদেশে ক্রিকেট মানে সার্বজনীন আনন্দ।

জঙ্গিবাদের তো প্রশ্নই আসে না।
 
সোমবার (২৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে নিজের কক্ষে বাংলানিউজের মুখোমুখি হন বীরেন শিকদার।
 
প্রতিমন্ত্রী বলেন, কোন এক প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশ সফর স্থগিত করেছে অস্ট্রেলিয়া দল। কিন্তু তারা ভুল ধারণা পেয়েছে। তারা যে জঙ্গিবাদের কথা বলছে, সেটির অস্তিত্ব বাংলাদেশে নেই। এদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে তাদের বেগ পাওয়ার কথা নয়।
 
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলের সোমবারের বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিসিবি, র‌্যাব, পুলিশসহ সংশ্লিষ্ট সবাই নিরাপত্তার বিষয়গুলো সবিস্তারে তাদের জানিয়েছে। অস্ট্রেলিয়া দলকে ভিভিআইপি মর্যাদার আশ্বাস দেওয়া হয়েছে। অথচ সিদ্ধান্ত তো দূরের কথা, আসবে কি না তার আভাসও দেয়নি অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল।
 
মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ ক্রিকেটপ্রেমী। তারা অস্ট্রেলিয়ার সফর বাতিলে ও ভুল অভিযোগে কষ্ট পেয়েছে। আমরা এখনো আশা করছি, নিশ্চয়ই তাদের (অস্ট্রেলিয়া দল) ভুল ভাঙবে। তারা বাংলাদেশে আসবে।
 
বীরেন শিকদার বলেন, নিরাপত্তার বিষয়টি জানতে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান (শন ক্যারল) এসেছেন। তার দেওয়া প্রতিবেদন এখানে গুরুত্ব রাখবে। আজ (সোমবার) বৈঠক হলো, তাতে তাদের কাছে আমরা যে পরিস্থিতি তুলে ধরলাম, তাতেও যদি তাদের সিদ্ধান্ত না বদলায়, তা হবে আরও কষ্টের।
 
সোমবার (২৮ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে এসে পৌঁছানোর কথা ছিল। কিন্তু নিরাপত্তার অযুহাত দেখিয়ে সফর আপাতত স্থগিত করে তারা।
 
সফর স্থগিতের ঘোষণার পরে রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টায় ঢাকা পৌঁছে শন ক্যারলের নেতৃত্বে অস্ট্রেলিয়ার দুই সদস্যের নিরাপত্তা পরিদর্শক দল। দলটি দফায় দফায় বৈঠক করছে।
 
রোববার অস্ট্রেলিয় হাইকমিশনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে দলটির বৈঠক হয়।
 
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছাড়াও স্বরাষ্ট্রসচিব ড. মোহাম্মদ মোজাম্মেল হক খান, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, সহ-সভাপতি মাহবুব আনাম, সিইও নিজাম উদ্দিন চৌধুরী, ৠাবের মহাপরিচালক বেনজির আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন।
 
অস্ট্রেলিয়ার পক্ষে শন ক্যারল ও বাংলাদেশে নিযুক্ত সে দেশের হাইকমিশনার এইচ ই মি গ্রেগ উইলকক ছাড়াও আরও ৪ জন প্রতিনিধি ছিলেন বৈঠকে।
 
দেড় ঘণ্টার বৈঠকটিতে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি তাদের জানানো হয়। কিন্তু কোনো সিদ্ধান্ত বা আভাস পাওয়া যায়নি দলটির কাছ থেকে। হাই কমিশনার বলে গেছেন, তিনি এসব তথ্য সংশ্লিষ্টদের জানাবেন। এরপর সরকার ও ক্রিকেট অস্ট্রেলিয়া সিদ্ধান্ত নেবে ও জানাবে।    
 
স্বরাষ্টমন্ত্রী কামালও বীরেন শিকদারের মতো আশার কথাই শোনালেন। আর পাপন বললেন, গত ১০ বছরে ক্রিকেটে এমন কিছুই ঘটেনি, যা থেকে বাংলাদেশে কোনো নিরাপত্তাহীনতার আশঙ্কা করা যায়।
 
এদিকে অস্ট্রেলিয়া দল না আসার খবরে বিভিন্ন সামাজিক মাধ্যম ও সংবাদ মাধ্যমে নানারকম আলোচনা-সমালোচনার ঝড় উঠে। সেসব আলোচনায় সফর স্থগিতে দুঃখই প্রকাশ করেছেন ক্রিকেটানুরাগীরা। যদিও সংশ্লিষ্টরা অনেকেই আশা করছেন, ভুল ভেঙে অস্ট্রেলিয়া দল বাংলাদেশে খেলতে আসবে।
 
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এসএস/এসকেএস/আরএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।