ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

এবার র‌্যাবের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এবার র‌্যাবের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল

ঢাকা: অস্ট্রেলিয়া দলের নিরাপত্তার বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পর এবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের সঙ্গে বৈঠকে বসেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উত্তরায় র‌্যাব হেড কোয়ার্টারে এ বৈঠক শুরু হয়।

বাংলানিউজকে বিষয়টি জানান, র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মেজর মাকসুদুল আলম।

অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন শন ক্যারল। এছাড়া বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র পক্ষ থেকেও প্রতিনিধি সদস্যরা রয়েছেন।

বৈঠকে নিরাপত্তা বিষয়ে আলাপ হবে বলে জানা যায়। ইতোমধ্যে বাংলাদেশ তাদের নিরাপত্তা পরিকল্পনা দেশটিকে জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫, আপডেট ১৭১৬
এনএইচএফ/আইএ    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।