ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

শুরু হল টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
শুরু হল টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অস্ট্রেলিয়া আসছে? নাকি আসছে না? আসলেই বা কবে আসছে? এমন আশঙ্কার মধ্যে অজিদের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে সোমবার (২৮ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প।

দুপুর ২টায় মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিনে হেড কোচ হাথুরুসিংহে ও জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়নের উপিস্থিতিতে শারীরিক অনুশীলন ও ফুটবল অনুশীলনের মধ্য দিয়ে সিরিজের প্রথম দিনের কন্ডিশনিং ক্যাম্প শুরু করলেন টাইগার সদস্যরা।



তবে, প্রথম দিনের ক্যাম্পে টাইগার সদস্যদের উপস্থিতি ছিল হাতে গোনা কয়েকজনের।

প্রথমেই ব্যাট হাতে দেখা যায় টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে। কিছুক্ষণ ব্যাট হাতে গা গরমের পর ড্রেসিং রুমে ঢুকে যান এই বিশ্বসেরা অলরাউন্ডার। পরে অবশ্য আবার এসে সতীর্থদের সঙ্গে যোগ দেন তিনি।

এরই মধ্যে একে একে মাঠে প্রবেশ করেন মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, মুস্তাফিজ, মোহাম্মদ শহীদ ও তাইজুল ইসলাম।

স্টেডিয়াম প্রাঙ্গনে চোখে পড়ে টাইগার পেসার তাসকিনের উপস্থিতিও, তবে ইনজুরি থাকায় অনুশীলনে যোগ দিতে পারেননি তিনি।

এদিকে, ব্যাঙ্গালুরুতে ভারত ‘এ’ দলের বিপক্ষে তিন দিনের ম্যাচ চলায় ক্যাম্পে অনুপস্থিত ছিলেন মুমিনুল হক, নাসির হোসেন, লিটন দাস, শুভাগত হোম,  রুবেল হোসেন, জুবায়ের হোসেনের মতো টাইগার সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।