ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

টিম অস্ট্রেলিয়াকে রাজ্য দলে ফিরে যাওয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
টিম অস্ট্রেলিয়াকে রাজ্য দলে ফিরে যাওয়ার নির্দেশ

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে ঘোষিত টেস্ট স্কোয়াডের খেলোয়াড়দের রাজ্য দলে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আসন্ন স্থানীয় ‘ম্যাটাডোর কাপ’ এ অংশ নেওয়ার জন্য খেলোয়াড়দের এ নির্দেশ দেওয়া হয়েছে।



নতুন অধিনায়ক স্টিভ স্মিথের নেতৃত্বে দু’টি টেস্ট খেলতে গত ২৮ সেপ্টেম্বর (সোমবার) ১৫ সদস্যের অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। কিন্তু দলের নিরাপত্তার প্রশ্ন তুলে বাংলাদেশ সফরে আসার বিষয়টি নিয়ে পরিষ্কার কোনো তথ্য এখনও দেয়নি কর্তৃপক্ষ।  

সফরে আসার দু’দিন আগে গত ২৬ সেপ্টেম্বর (শনিবার) অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানান, নিরাপত্তা ইস্যুতে ২৮ সেপ্টেম্বর ঢাকায় আসছে না অজিরা।

এ প্রসঙ্গে সাদারল্যান্ড জানান, পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের পরামর্শে আমরা খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভেবে বাংলাদেশ সফর সাময়িক স্থগিত করেছি। খেলোয়াড়দের নিরাপত্তা বিবেচনায় অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কাদেশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখান থেকে একটি বিশেষজ্ঞ নিরাপত্তা দল বাংলাদেশে যাবে। তাদের তথ্যের উপর ভিত্তি করে সংশোধিত তারিখ চূড়ান্ত করা হবে।

পরদিন ২৭ সেপ্টেম্বর (রোববার) বেলা পৌনে ১২টায় অস্ট্রেলীয় নিরাপত্তা পর্যবেক্ষক দলের প্রধান শন ক্যারলসহ দু’জন ঢাকায় পৌঁছান। দলটি ২৮ সেপ্টেম্বর (সোমবার) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করে।

এ সময় অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে খেলতে এলে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু উত্তরে নিজেদের সিদ্ধান্ত জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রতিনিধি দল।

বৈঠকে বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও ছিলেন স্বরাষ্ট্রসচিব ড. মোহাম্মদ মোজাম্মেল হক খান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)  সভাপতি নাজমুল হাসান পাপন এমপি, সহ সভাপতি মাহবুব আনাম, সিইও নাজিমুদ্দিন চৌধুরী সুজন, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা।
 
অস্ট্রেলিয়ার পক্ষে ছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারল, বাংলাদেশে নিযুক্ত সে দেশের হাইকমিশনার এইচইমি গ্রেগ উইলককসহ মোট ৬ জন।

বাংলাদেশ সময়: ০৯০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪/আপডেট: ০৯৩৭ ঘণ্টা
জেডএস

** ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।