ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে অবসরে ইলিয়ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে অবসরে ইলিয়ট ছবি: সংগৃহীত

ঢাকা: নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে তোলার নেপথ্যে নায়কোচিত ইনিংস উপহার দেন গ্রান্ট ইলিয়ট। সামনে কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টেও ব্ল্যাক ক্যাপসদের হয়ে খেলতে চান ৩৬ বছর বয়সী এ অলরাউন্ডার। এর পরই অবসরের চিন্তা করবেন বলে জানান ইলিয়ট।

নিউজিল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমন খবরই প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো। ভারতে আগামী বছরের মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসরের পর্দা উঠবে। ১১ মার্চ শুরু হয়ে ০৩ এপ্রিল টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।

এক সাক্ষাৎকারে ইলিয়ট বলেন, ‘আমি বর্তমান সময়টা বেশ উপভোগ করছি। জাতীয় দলের হয়ে খেলতে পারাটা সত্যিই পুরস্কার প্রাপ্তির মতোই ব্যাপার। যতদিন ক্রিকেট উপভোগ করব ঠিক ততদিনই খেলে যাব। এক বছরের বিরতিতে আরেকটি বিশ্বকাপে অংশ নিতে মুখিয়ে আছি। অবসর নিব কিনা তা টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই চিন্তা করব। ’

কিউইদের ওয়ানডে দলে এখন অনেকটা নিয়মিত মুখ ইলিয়ট। এখন পর্যন্ত ৭৮ ম্যাচে তিনি ৩৫.১৫ গড়ে করেছেন ১,৮৬৩ রান। উইকেট ৩৬টি। আর টি-টোয়েন্টিতে মাত্র ‍ছয় ম্যাচ খেলে ৭৫ রান ও দুই উইকেট নেন। অন্যদিকে, সর্বশেষ ২০০৯ সালের ডিসেম্বরে টেস্ট ম্যাচ খেলেন এ ডানহাতি অলরাউন্ডার। এখন পর্যন্ত তিনি পাঁচটি টেস্ট ম্যাচে মাঠে নামেন।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।