ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ড ৩ অক্টোবর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ড ৩ অক্টোবর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: ১৭তম জাতীয় লিগের প্রথম রাউন্ডের খেলা বৃষ্টির কারণে জমজমাট হয়নি। ফলাফল আসেনি কোনো ম্যাচেই।

সবগুলো ম্যাচই হয়েছে ড্র। এবার শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ডের খেলা।

আগামী শনিবার (০৩ অক্টোবর) থেকে দেশের চারটি ভেন্যুতে শুরু হবে চারদিনের ম্যাচগুলো। যদিও দ্বিতীয় রাউন্ডের সূচি এখনো ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
 
অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি হিসেবে প্রথম রাউন্ডে অংশ নিয়েছিলেন সাকিব-তামিম-মুশফিক-মাহমুদউল্লাহ’র মতো জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। জাতীয় দলের বাকি ক্রিকেটাররা ‘এ’ দলের হয়ে ভারত সফরে থাকায় খেলতে পারেননি প্রথম রাউন্ড।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় ফিরেছে ‘এ’ দল। অস্ট্রেলিয়া সিরিজ শেষ অবধি বাতিল হয়ে গেলে জাতীয় দলের সকল খেলোয়াড় অংশ নেবেন জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডে।
 
প্রথম রাউন্ডের চার ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকা মেট্রো-রংপুর, রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রাজশাহী-বরিশাল, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে চট্টগ্রাম-সিলেট এবং খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ঢাকা বিভাগের মুখোমুখি হয় খুলনা বিভাগ।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।