ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়া দলের ঢাকা সফর বাতিল, ঘোষণা আসছে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
অস্ট্রেলিয়া দলের ঢাকা সফর বাতিল, ঘোষণা আসছে

ঢাকা: আসছে না অস্ট্রেলিয়ার ক্রিকেট দল। আনুষ্ঠানিকভাবে ট্যুর বাতিলের ঘোষণা দিতে যাচ্ছে দেশটি।

একথা একটি ই-মেইল বার্তায় বাংলানিউজকে নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

বাংলানিউজের একটি ই-মেইলের জবাবে তারা বলেছে, ‘দুঃখিত আমাদের কাছে কোনও সুখবর নেই। ক্রিকেট অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে এই সফর বাতিলের ঘোষণা দিতে যাচ্ছে। ’

অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি জ্বালানি বিশেষজ্ঞ ও ক্রিকেট বিশ্লেষক সালেক সুফি ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলানিউজের পক্ষে এই যোগাযোগটি করেন।

তারই ই-মেইলের জবাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও’র অফিস থেকে এসব কথা জানানো হয়।

ই-মেইল বার্তায় আরও বলা হয়, আমাদের খেলোয়াড় ও স্টাফদের নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। আমাদের দুঃখ প্রকাশের বিষয়টি বাংলাদেশের ক্রিকেট কমিউনিটিতে জানিয়ে দিন।

ক্রিকেট অস্ট্রেলিয়া লিখেছে:

["Sorry Mr Saleque , we have no great news for you. Cricket Australia is going to officially announce about the cancellation of the cricket tour to Bangladesh. Thanks for your continued interest . Safety of our players and staff is our priority. Please convey our regrets to Bangladeshi Cricket Community."]

এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, নতুন করে শেষবারের মতো ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে সফল বাতিল না করার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময় ০৯০৯ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।