ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বর্ষসেরা ক্রিকেটার কুক-এনা-ব্রড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
বর্ষসেরা ক্রিকেটার কুক-এনা-ব্রড

ঢাকা: ইংল্যান্ডের বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের খেতাব জিতলেন ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড। ইংল্যান্ডের প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (পিসিএ) বর্ষসেরা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কারটি জেতেন ব্রড।

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে অ্যাশেজ সিরিজে দুর্দান্ত পারর্ফম করায় এ পুরস্কার ওঠে তার হাতে।

আগামী ১৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড। তিন ম্যাচ টেস্টের প্রথমটি দু’দল খেলবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। ইংলিশদের আমিরাত সফরের দলে রয়েছেন ২৯ বছর বয়সী ব্রড। আর এ সিরিজে নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছেন নটিংহ্যাম্পশায়ারের এ ক্রিকেটার।

এদিকে পিসিএ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বর্ষসেরা ক্রিকেটার হওয়ার গৌরব অর্জন করেন ডারহামের পেসার ক্রিস রাশওর্থ। আর তরুণ ক্রিকেটারের খেতাব জিতেছেন টম কারান। বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছেন এনা শারুবসোল।

এছাড়া অনুষ্ঠানে সেরা অধিনায়কের পুরস্কার জিতেছেন ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক অ্যালিস্টার কুক।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ০১ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।